1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি’র কাছে প্রতিবাদ

২৭ ফেব্রুয়ারি ২০১২

লন্ডন অলিম্পিক্স’এ ডাউ কেমিক্যালস’এর ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানালো ভারত সরকার৷ তবে শেষ পর্যন্ত অলিম্পিক বয়কট করবে না ভারতের অলিম্পিক সংগঠন৷ ভারত আইওসি’র কাছে ডাউ কেমিক্যালস'কে স্পনসর হিসেবে বর্জনের দাবি জানিয়েছে৷

https://p.dw.com/p/14Ano
Olympic technical staffs finish the final details of the session room where five cities will make their best effort to persuade Olympic Committee members to choose their city to host the 2012 Olympics Tuesday July 5, 2005 in Singapore. London, Madrid, Moscow, New York and Paris will be making their presentations before the IOC vote on Wednesday in one of the most competetive and closely watched games bids in history.(AP Photo/Ed Wray)
ছবি: AP

ক্রীড়াজগত থেকে রাজনীতিকে দূরে রাখাই শ্রেয় বলে অনেকেই মনে করেন৷ তা না হলে তা ক্রীড়াজগতের সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়৷ তবে ২০১২ সালের লন্ডন অলিম্পিক প্রতিযোগিতার উপর রাজনীতির যে ছায়া পড়েছে, তার চরিত্র অবশ্য কিছুটা আলাদা৷ সমস্যা গেমস'এর অন্যতম স্পনসর ডাউ কেমিক্যালস সংস্থাকে নিয়ে৷ প্রায় ১ কোটি ১০ লক্ষ ডলার দিচ্ছে এই সংস্থা৷ এই কোম্পানিই ২০০১ সালে ‘ইউনিয়ন কার্বাইড' সংস্থা অধিগ্রহণ করেছিল৷ ১৯৮৪ সালে ভারতের ভোপাল শহরে সালে ‘ইউনিয়ন কার্বাইড' কারখানায় মারাত্মক রাসায়নিক দুর্ঘটনায় কমপক্ষে ৩,০০০ মানুষের মৃত্যু ঘটেছিল৷ আজও সেই দুর্ঘটনার রেশ কেটে যায় নি৷ ক্ষতিপূরণের বিষয়টিরও চূড়ান্ত নিষ্পত্তি ঘটে নি৷ যারা আজও জীবিত রয়েছেন, তাদের দাবি ভারত এবারের অলিম্পিক বর্জন করুক৷ এই অবস্থায় ভারত সরকার লন্ডন অলিম্পিক প্রতিযোগিতার আয়োজকদের উপর চাপ সৃষ্টি করে চলেছে৷

এর আগে ভারতের জাতীয় অলিম্পিক কমিটিও একই দাবি জানিয়ে আসছিল৷ আইওসি'র প্রধান জাক রগে'র মুখপাত্র জানিয়েছেন, ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে বেশ কড়া ভাষায় লেখা একটি চিঠি জমা পড়েছে৷ এত প্রতিবাদ সত্ত্বেও আইওসি নিজস্ব উদ্যোগে ডাউ কেমিক্যালস'কে লন্ডন অলিম্পিক থেকে দূরে না রাখায় বিস্ময় প্রকাশ করেছে ভারত সরকার৷ দেরিতে হলেও বৃহত্তর স্বার্থে এবার সেই পদক্ষেপ নেওয়া উচিত বলে চিঠিতে দাবি করা হয়েছে৷

এই বিতর্কের জের ধরে শেষ পর্যন্ত লন্ডন অলিম্পিক্স কি অচলাবস্থার মুখোমুখি হবে? প্রতিবাদের ঝড় তুললেও ভারত অলিম্পিক বর্জন করতে এখনো প্রস্তুত নয়৷ আইওসি'ও মনে করিয়ে দিচ্ছে, যে ডাউ কেমিক্যালস প্রায় গত তিন দশক ধরে অলিম্পিক আন্দোলনের সঙ্গে যুক্ত৷ তাছাড়া এই সংস্থা সরাসরি ভোপাল দুর্ঘটনার সঙ্গে যুক্ত ছিল না৷ এই ডাউ কেমিক্যালস খোদ ভারতেও বেশ সক্রিয়৷ ফলে শুধু লন্ডন অলিম্পিকে এই সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা মোটেই নৈতিক নয় বলে মনে করছেন অনেকে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য