1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেক্সপিয়ারের নাটক

৭ মার্চ ২০১২

মে মাসের শেষের দিকে কয়েকজন আফগান অভিনেতা এবং অভিনেত্রী লন্ডনের গ্লোব থিয়েটারে অভিনয় করবেন৷ তারা বেছে নিয়েছেন শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস’৷

https://p.dw.com/p/14GRR
ফাইল ফটোছবি: Christoph Krey

শেক্সপিয়ারের ‘কমেডি অব এররস' বেছে নিয়েছেন জার্মান-সিরিয়ান পরিচালক কোরিন জাবের৷ তিনি জানান, ‘‘আমরা একটি কমেডি বেছে নিয়েছি কারণ আফগানদের জীবন ট্রাজেডিতে ভরা৷ দুঃখ, কষ্ট, কান্নার কোনো কিছুতেই তাই তারা আগ্রহী নয়৷''

৩০ বছর ধরে আফগানিস্তানে চলছে যুদ্ধ৷ সবাই চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার৷ সংঘর্ষ, মৃত্যু, লাশের কাছ থেকে দূরে থাকার৷ কিছু সময়ের জন্য হলেও তা ভুলে থাকার৷ তাই লন্ডনের এই শোতে অভিনয়ে সাড়া দিয়েছেন অনেকে আফগান অভিনেতা এবং অভিনেত্রী৷ তাদের মধ্যে রয়েছেন নাবি তানহা৷ অস্কার মনোনয়ন পেয়েছিল আফগান ছবি ‘দ্য কাইট রানার'৷ তানহা সেই ছবিতে অভিনয় করেছেন৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘ধীরে ধীরে আমরা আমাদের শিল্প এবং সংস্কৃতিকে দাঁড় করাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ আমরা থিয়েটার অঙ্গনকে জাগিয়ে তুলতে চাই৷ যুদ্ধের পর সবকিছুই ধ্বংস হয়ে গেছে৷ সেখানে থেকে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে চাই৷''

আরেক আফগান অভিনেত্রী ফারজানা সুলতানি বলেন, ‘‘শেক্সপিয়ারের নাটকে অভিনয়া করা অত্যন্ত সম্মানের৷ বিশেষ করে শেক্সপিয়ারের নাটকে আমরা অভিনয় করবো এবং তা লন্ডনেই৷''

‘কমেডি অব এররস' ইতিমধ্যেই দারি ভাষায় অনুদিত করা হয়েছে৷ অভিনেতারা পরবেন স্থানীয় আফগান পোশাক৷ সেসব পেশাক তৈরিও হয়ে গেছে৷ যোগ করা হয়েছে স্থানীয় আফগান সংগীত৷ এমন কি শেক্সপিয়ারের চরিত্রগুলোর নামও কোনো কোনো ক্ষেত্রে পাল্টানো হয়েছে৷ যেমন মূল চরিত্র হচ্ছে অ্যান্টিফোলাস অব এফেসাস – তার নতুন নাম হল আরসালান৷

লন্ডন অলিম্পিকের আগে শুরু হচ্ছে থিয়েটার ফেস্টিভ্যাল৷ সেই অনুষ্ঠানের অংশ হিসেবে চলবে থিয়েটার শো৷ সব মিলে প্রায় ৩৮টি শো হবে৷ ৩৮টি ভাষায় প্রতিটি শো দেখানো হবে৷ বলা হচ্ছে এবারের অলিম্পিক হবে কালচারাল অলিম্পিয়াড৷ অর্থাৎ খেলাধুলার পাশাপাশি শিল্পকর্মের সরব উপস্থিতি থাকবে অতিথিদের জন্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য