1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে সতর্ক প্রতিক্রিয়া

২৪ জুন ২০১১

আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের যে পরিকল্পনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রতিক্রিয়ায় দেখা গেল মিশ্র অভিমত৷ পরিকল্পনাকে প্রত্যাশার চেয়ে বেশ দ্রুত বলে মত দিলেও পদ থেকে সরে যাচ্ছেন না পেট্রাউস৷

https://p.dw.com/p/11iTs
ARCHIV: Bundeswehrsoldaten gehen wenige Kilometer westlich von Kundus (Afghanistan) in einer Siedlung an einem Jungen vorbei (Foto vom 25.05.10). Die Bundeswehr wird Anfang Juli die Verantwortung einiger Provinzen an afghanische Sicherheitskraefte uebergeben. Das kuendigte Aussenminister Westerwelle (FDP) am Mittwoch (22.06.11) in Berlin an. Ab Dezember werde dann mit dem schrittweisen Abzug der deutschen Truppen aus Afghanistan begonnen. (zu dapd-Text) Foto: Axel Schmidt/dapd
ছবি: dapd

ওবামার বুধবারের বক্তব্যের পর জল্পনা-কল্পনা

হোয়াইট হাউস থেকে দেওয়া টেলিভিশন বক্তৃতায় ২০১২ সালের সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে প্রায় এক তৃতীয়াংশ সৈন্য দেশে ফিরিয়ে আনার কথা বলেন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে তাঁর ঘোষিত পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে মিশ্র গুঞ্জন৷ স্বয়ং মার্কিন সামরিক নেতৃত্ব থেকেই এসেছে কিছুটা সতর্কবাণী৷ মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মালেন এবং আফগানিস্তানে নিয়োজিত মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস প্রায় একই সুরে কথা বললেন৷ তাঁদের মতে, বুধবার প্রেসিডেন্ট ওবামা সৈন্য প্রত্যাহারের যে পরিকল্পনা ঘোষণা করেছেন তাদের সুপারিশ ঠিক সেরকম ছিল না৷ তাঁরা সতর্ক করে দেন যে, এই পরিকল্পনা আফগানিস্তানে মার্কিন অভিযানকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলেছে৷ তবে ওবামার সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করেন এবং সন্ত্রাস বিরোধী অভিযানে সাফল্য অর্জন সম্ভব সেটিও বিশ্বাস করেন তাঁরা৷

এছাড়া ওবামার এই পরিকল্পনার বিরোধিতা করে তাঁর উপর অর্পিত দায়িত্ব থেকে সরে যাবেন না সেটিও স্পষ্ট করে দিয়েছেন পেট্রাউস৷ এদিকে, ওবামার এই সিদ্ধান্ত মার্কিন কংগ্রেসেও বিতর্কের ঝড় তুলেছে৷ এক পক্ষ দাবি করেছে আরো দ্রুত সৈন্য বাহিনীকে দেশে ফিরিয়ে আনার৷ তবে অন্যরা মনে করছেন, ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জায়গা আরো মজবুত করতে এটি ওবামার একটি বিপদজনক রাজনৈতিক পদক্ষেপ৷

President Barack Obama speaks in an airport hanger at Muniz Air National Guard Base, Tuesday, June 14, 2011, in San Juan, Puerto Rico. (Foto:Carolyn Kaster/AP/dapd)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

আফগানিস্তান থেকে প্রতিক্রিয়া

পর্যায়ক্রমে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য দেশে ফিরিয়ে নেওয়ার প্রেসিডেন্ট ওবামার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ তিনি বলেন, ইতিমধ্যে নিজ দেশের নিরাপত্তা কর্মীদের উপর আফগান জনগণের আস্থা বাড়তে শুরু করেছে৷ তবে তালেবান নেতৃত্ব ওবামার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেছে, শুধুমাত্র অনতিবিলম্বে সকল বিদেশি সৈন্য প্রত্যাহারই পারে সেখানে অবিরাম রক্তপাত বন্ধ করতে৷ এছাড়া ঐ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর যে সাফল্য দাবি করেছেন ওবামা সেটিকেও নাকচ করে দিয়েছে তালেবান৷

মিত্র দেশগুলোর বক্তব্য

আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও সেখান থেকে পর্যায়ক্রমে নিজেদের সৈন্য প্রত্যাহারের কথা পুনর্ব্যক্ত করেছে৷ এর মধ্যে বিশেষ করে ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং স্পেন ইতিমধ্যে গৃহীত পরিকল্পনা মাফিক নিজেদের সেনা সদস্য ফিরিয়ে আনার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান