1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আমি তাঁকে বলব মিরাকল ম্যান: আমজাদ আলী খান

অরুণ শঙ্কর চৈধুরী১৪ ডিসেম্বর ২০১২

প্রয়াত পণ্ডিত রবি শঙ্কর সম্পর্কে অনুরূপ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সরোদিয়া ওস্তাদ আমজাদ আলী খান ডয়চে ভেলে’কে ই-মেল মারফত যে বিবৃতি পাঠিয়েছেন, তাতে মিশে রয়েছে শ্রদ্ধা ও অতীত স্মৃতি৷

https://p.dw.com/p/172HX
ছবি: Getty Images

ওস্তাদ আমজাদ আলী খান লিখেছেন:

‘‘পণ্ডিত রবি শঙ্কর, যাঁকে আমি দাদা বলতাম, তিনি যে আর নেই, এটা আমার কাছে অবিশ্বাস্য৷ তাঁর চলে যাওয়ার ফলে যে যুগটা শেষ হল, তা ছিল সত্যিই এক জাদুকরি যুগ৷ সংগীতের জন্য তিনি যা করেছেন, তা ছিল অনন্য৷

‘‘আমার বাবা ওস্তাদ হাফিজ আলী খান এবং রবি'জির গুরু ওস্তাদ আলাউদ্দীন খান একই গুরুর কাছ থেকে শিখেছিলেন: ওস্তাদ ওয়াজির আলী খান, যিনি সেনিয়া বীণকার ঘরানার ছিলেন৷ বলতে কি, রবি'জি আমাকে একবার একটা বার্তা পাঠিয়েছিলেন এই মর্মে যে, আমাদের সেনিয়া বীণকারের ধ্বজা উড়িয়ে রাখতে হবে৷

Pandit Ravishankar Sitar Spieler Indien
সুকন্যা'জির সঙ্গে পণ্ডিত’জির বিয়ের রিসেপশনে গিয়েছিলেন আমজাদ আলী খান...ছবি: Getty Images

‘‘তিনি যেভাবে সেতার বাজাতেন তাতে ছিল নতুনত্ব এবং একটা আলাদা ঝঙ্কার৷ তাঁর সংকল্প ও কঠিন পরিশ্রম তাঁকে একজন আন্তর্জাতিক সুপারস্টারের মর্যাদা এনে দিয়েছিল৷ ভারতীয় মার্গসংগীতের ক্ষেত্রে তিনি ছিলেন সর্বাধিক ভাগ্যবান এবং সফল শিল্পীদের মধ্যে একজন৷ আমি তাঁকে বলবো ‘মিরাকল ম্যান', যিনি বিশ্বে ভারতীয় মার্গসংগীতের ভাবমূর্তি পাল্টে দিয়েছেন৷ আমি রবি'জির অনেক জলসায় উপস্থিত ছিলাম, যেখানে তিনি কিশন মহারাজ, ওস্তাদ আল্লা রাখা, চতুর লাল এবং কানাই দত্তের মতো তবলিয়াদের সঙ্গে বাজিয়েছেন৷ আমি চিরকালই রাগ ও তালের প্রতি তাঁর মনোভাবের ভক্ত৷ উনি যেভাবে ওনার সংগীত পরিবেশন করতেন, তা থেকে সব সময় কত কি যে শেখার ছিল৷ কয়েকবার উনি কলকাতা, যুক্তরাজ্যের বার্মিংহ্যাম, নিউ ইয়র্ক কি নতুন দিল্লিতে আমার জলসায় উপস্থিত ছিলেন৷ দাদা যে আমার জলসা শুনছেন, এটা ছিল আমার কাছে প্রতিবারই একটা বিরাট সম্মান৷

Week 50/12 LS4-Music : Week 15/ LS2 Culture: Ravi Shankar - MP3-Mono

‘‘আমাদের দুই পরিবার খুব কাছের ছিল এবং আমাদের সাক্ষাতে চিরকালই খুব হাসাহাসি হতো এবং গানবাজনা নিয়ে আলোচনা হতো৷ ১৯৭৭ সালে রবি'জি প্রথম আমাদের বাড়িতে আসেন৷ আমানের বয়স তখন তিন মাস৷ আমরা ১৯৯০ সালে দিল্লিতে সুকন্যা'জির সঙ্গে তাঁর বিয়ের রিসেপশনে গিয়েছিলাম৷ সুকন্যা'জি আমার স্ত্রী শুভলক্ষ্মীর ভরতনাট্যম নাচ খুব পছন্দ করতেন৷ সুকন্যা'জি আমার স্ত্রীকে ‘আক্কা' বা বড়দি বলেন, তাঁর জন্যই আমাদের দুই পরিবার আরো ঘনিষ্ঠ হয়৷ আমি ১৯৯০ সালে দিল্লিতে রবি'জির সত্তর বছর পূর্তি অনুষ্ঠানে এবং পরে লস এঞ্জেলেসে তাঁর পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠানে বাজিয়েছি৷ তিনি ২০০৮ সালে নতুন দিল্লিতে আমার কনিষ্ঠ পুত্র আয়ানের বিয়ের রিসেপশনে এসেছিলেন৷ আমাদের শেষবার দেখা হয় ২০১০ সালে, আমার বাড়িতে৷

‘‘আমি তাঁকে খুবই মিস করব এবং তাঁর আত্মার শান্তি কামনা করব৷ মানুষ কোনোদিন তাঁকে ভুলে যাবে না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান