1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এ জগতে ভালোবাসারই জয় হয়’

১৮ এপ্রিল ২০১৩

বিস্ফোরণে নিহত তিনজন৷ তাঁদের এবং আহত ১৮০ জনের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বস্টনবাসী৷ বেশ কয়েকটি জায়গায় শ্রদ্ধা জানাতে এসে হাতে নিয়েছেন জ্বলন্ত মোমবাতি, অশ্রুভেজা চোখগুলোই বলছিল ঘটনায় তাঁদের হৃদয় কতটা বিদীর্ণ৷

https://p.dw.com/p/18Hel
ছবি: AFP/Getty Images

সোমবার বস্টন ম্যারাথন শেষ করার জায়গাটিতে ঘটে দুটি বিস্ফোরণ৷ ২৩ হাজার দৌড়বিদকে দেখতে আসা হাজার হাজার দর্শকের ভিড়েই লুকানো ছিল প্রেসার কুকার৷ ভেতরে ছিল বোমা৷ সেই বোমার বিস্ফোরণে জীবনপ্রদীপ নিভে গেছে ৮ বছরের শিশু মার্টিন রিচার্ড, রেস্টুরেন্ট ম্যানেজার ক্রিস্টল ক্যাম্পবেল এবং এক তরুণ চীনা ছাত্রের৷ আহত ১৮০ জন৷ তাঁদের অনেকেরই উড়ে গেছে পা৷ মার্টিন রিচার্ডের ছোট বোন জেনি হাসপাতালে কাতরাচ্ছে এক পা হারিয়ে, আরেকটি পা-ও হারাতে হতে পারে তাকে!

বস্টনের প্রায় সবার মুখে মুখে এখন মার্টিন রিচার্ডের নাম৷ মা-বাবা আর ছয় বছরের বোনটিকে নিয়ে ছেলেটি গিয়েছিল ম্যারাথন দেখতে৷ বোমা বিস্ফোরণে আট বছর বয়সেই ওর জীবনের ম্যারাথন শেষ! মা আর বোন হাসপাতালে৷ মা অবশ্য মাথার আঘাতটা ধীরে ধীরে সামলে উঠছেন৷ হয়তো সেড়ে উঠবেন, সুস্থ জীবনে ফিরে দেখবেন আদরের ছেলেটি নেই, মেয়ে পাশে আছে পঙ্গু হয়ে!

বিল রিচার্ডের বিবৃতিতে তাঁর পরিবারের ভবিষ্যত শোকের নিকষ কালো আঁধারে যে এভাবে ঢাকা পড়ে গেল সে কথা তেমন একটা আসেনি৷ রিচার্ডের বাবা শুধু তাঁর ছেলের জন্য যাঁরা কেঁদেছেন, কাঁদছেন, কান্নাভেজা চোখে জানিয়েছেন অকৃত্রিম ভালোবাসা, শুধু তাঁদের প্রতি কৃতজ্ঞতাই জানিয়েছেন তিনি৷

ঘটনাস্থলের কাছেই এক জায়গায় সমবেত হয়েছিলেন ৭০০ মানুষ৷ নিহত,আহত এবং তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছেন তাঁরা৷ বিটলসের বিখ্যাত গান ‘লেট ইট বি' গেয়েছেন অনেকে৷ অনেকে আবার তুলে ধরেছেন ‘এখানে শান্তি, শান্তি সব জায়গায়' লেখা প্ল্যাকার্ড৷ অ্যারিংটন স্ট্রিট চার্চে কয়েকশ' শোকার্ত মানুষের উপস্থিতিতে রেভারেন্ড কিম ক্রফোর্ড বলেছেন দারুণ কিছু কথা৷ বক্তব্য শুরু হয়েছিল ‘আজ এখানে উপস্থিত সবারই ভগ্নহৃদয়, ক্রুদ্ধ সবাই' দিয়ে, শেষে বলেছেন, ‘‘কিন্তু ভালোবাসা ক্রোধের চেয়ে বড়৷ ভালোবাসা ভয়ের চেয়েও বড়৷ এ জগতে ভালোবাসারই জয় হয়!''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য