1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমান পরিবহন

২৯ মার্চ ২০১২

বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বড় এয়ারলাইন জিএমজি এয়ারলাইন্স কাল থেকে তাদের সব রুটে উড়োজাহাজ পরিচালনা সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে৷ জিএমজি কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির দাম বেড়ে যাওয়াতেই ব্যবসার কৌশলে এই পরিবর্তন৷

https://p.dw.com/p/14Ufq
ছবি: dapd

বাংলাদেশে বেসরকারি উদ্যোগে জিএমজি এয়ারলাইন্স কাজ শুরু করে ১৯৯৮ সাল থেকে৷ ৩টি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক রুটে তারা উড়োজাহাজ পরিচালনা করে আসছে৷ ঢাকা-কলকাতা-ঢাকা আন্তর্জাতিক রুটে জিএমজি'র যাত্রী সেবা প্রসংশনীয়৷ তারা দেশীয় এয়ারলাইন্সগুলোর ৬০ ভাগ ‘লোড' এককভাবে পরিবহন করে৷

তবে কাল থেকে জিএমজি এয়ারলাইন্সের উড়োজাহাজ পরিচালনা সাময়িকভাবে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব রুটে বন্ধ হয়ে যাচ্ছে৷ জিএমজি এয়ারলাইন্সের মার্কেটিং বিভাগের পরিচাল আসিফ আহমেদ ডয়চে ভেলেকে জানান, তারা প্রতিযোগিতায় টিকে থাকতে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ব্যবসায় কৌশলগত পরিবর্তন আনছেন৷ এজন্যই সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হচ্ছে৷ এর মধ্যে অন্যতম হল ‘ওয়াইড বডি' উড়োজাহাজ বাদ দিয়ে তারা ‘ন্যারো বডি' উড়োজাহাজ পরিচালনা করবেন৷

Bangledesch GMG Airlines
জ্বালানির দাম বেড়ে যাওয়াতেই সমস্যাছবি: dapd

আসিফ আহমেদ জানান, ‘ন্যারো বডি' উড়োজাহাজ পরিচালার সিদ্ধান্ত নেয়ার অন্যতম কারণ আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়া৷ কারণ ‘ওয়াইড বডি' উড়ো জাহাজে জ্বালানি বেশি খরচ হয়৷

তিনি জানান, এখন তাদের ৭টি ‘ওয়াইড বডি'-র উড়োজাহাজ আছে৷ এগুলোর পরিবর্তে ‘ন্যারো বডি'-র উড়োজাহাজ আনা এবং তার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়ায় কিছুটা সময় প্রয়োজন৷ আর তাতে তিন মাসের চেয়ে কিছু বেশি সময় লাগতে পারে৷ এর আগেও অবশ্য তারা উন্নয়ন কাজের জন্য সাড়ে তিন মাস উড়োজাহাজ চলাচল স্থগিত রেখেছিলেন বলে জানান আসিফ আহমেদ৷

আসিফ আহমেদ জানান, জিএমজি ঢাকা-দুবাই-জেদ্দা-রিয়াদ রুটেও উড়োজাহাজ পরিচারনা করতো৷ তবে তা এখন বন্ধ আছে৷ এবারের আধুনিকীকরণ এবং নতুন উড়োজাহাজ সংযোজনের পর, পুরানো রুট ছাড়াও আরো নতুন রুটে তারা উড়োজাহাজ পরিচালনার চিন্তা করছেন৷ তিনি বলেন, জিএমজি যাত্রী সেবা দিতে যতো দ্রুত সম্ভব ফিরে আসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য