1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবাদের নতুন টার্গেট এবার বাংলাদেশ

১৭ আগস্ট ২০১২

আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর টর্গেটে পরিণত হয়েছে বাংলাদেশ৷ সংগঠনগুলি নানা প্রক্রিয়ায় এখানে তাদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার চেষ্টা চালাচ্ছে৷ আর দেশের জঙ্গি সংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতাও থেমে নেই৷

https://p.dw.com/p/15rml
ছবি: AP

২০০৫ সালের ১৭ই আগস্ট এই দিনে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলা প্রকম্পিত হয়েছিল জঙ্গি বোমায়৷ সেই সিরিজ বোমা হামলার পর মোট ৫১ জানের ফাঁসির আদেশ হয়৷ তাদের মধ্যে জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান এবং বাংলা ভাইসহ ছয় জনের ফাঁসি কার্যকর হয়৷ বাকিদের ফাঁসি এখনো কার্যকর হয়নি৷ যা ডয়চে ভেলেকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-কমিশনার মনিরুল ইসলাম৷

এরপরও অবশ্য জঙ্গিদের তৎপরতা থেমে নেই৷ তবে তাদের হামলার ঘটনা এখন প্রায় বন্ধ থাকলেও, সাংগঠনিক কার্যক্রম অব্যাহত আছে৷

আর এর সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর তৎপরতা৷ গত বৃহস্পতিবার পুলিশ পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জয়সে মোহাম্মদের বাংলাদেশের প্রধান সংগঠক মাওলানা মোহাম্দ ইউনুসকে গ্রেপ্তার করেছে৷ সে পাকিস্তানে অবস্থানরত মাওলানা সাবেরের সঙ্গে যোগাযোগ রেখে বাংলাদেশে জয়সে মোহাম্মদের কার্যক্রম বিস্তৃত করার চেষ্টা করছিল৷

গত দু'বছরে বাংলাদেশ থেকে ২০ জনেরও বেশি আন্তর্জাতিক জঙ্গিকে আটক করা হয়েছে৷ এর মধ্যে জয়সে মোহাম্মদ ছাড়াও লস্কর ই তৈয়বা এবং হুজির সদস্য রয়েছে৷ তাদের মধ্য বাংলাদেশের নাগরিক ছাড়াও রয়েছে পাকিস্তান এবং ভারতের নাগরিক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান