1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্ফোরক মন্তব্য

৭ ফেব্রুয়ারি ২০১২

ডর্টমুন্ড বায়ার্নকে হারিয়ে খেতাব জিতবে, এ'কথা বেরিয়েছে বায়ার্ন মিউনিখের এককালের কিংবদন্তী প্লেয়ার, কোচ এবং প্রেসিডেন্ট ফ্রান্ৎস বেকেনবাউয়ার'এর মুখ থেকে৷

https://p.dw.com/p/13y40
Franz Beckenbauer
ছবি: picture-alliance/dpa

বেকেনবাউয়ার অবশ্য সাধারণভাবেই ফুটবলের কিংবদন্তী, কি জার্মানিতে কি জার্মানির বাইরে৷ জার্মানরা তাকে ভালোবেসে কাইজার, মানে সম্রাট বলে৷ সেই ফুটবলের সম্রাট এবার মরশুমের দ্বিতীয়ার্ধ শুরু হবার মুখেই ডর্টমুন্ডকে ফেভারিট করে দিলেন৷ ‘বিল্ড' ট্যাবলয়েডে তার কলামে কাইজার বলেছেন, ডর্টমুন্ড পয়েন্টের তালিকায় বায়ার্নকে টপকে শীর্ষে উঠতে পেরেছে তার কারণ, বায়ার্ন মরশুমের প্রথমার্ধে যে'রকম নির্ভার হয়ে খেলেছে, দ্বিতীয়ার্ধে তারা সেটা হারিয়ে ফেলেছে৷

শীতের ব্রেকের পর মাত্র তিনটি গেমে ডর্টমুন্ড বায়ার্নের থেকে তিন পয়েন্ট পিছিয়ে থাকাটাকে দু' পয়েন্ট এগিয়ে থাকায় পরিণত করেছে৷ শেষ ১৪টি গেমে হারেনি ডর্টমুন্ড৷ সেক্ষেত্রে শীতের ছুটির পর বায়ার্নের রেকর্ড হল একটি জয়, একটি ড্র এবং একটি পরাজয়৷ ডর্টমুন্ড বায়ার্নকে ছাড়িয়ে যাওয়ায় তিনি সুখী নন, আবার বিস্মিতও নয়, বলেছেন বেকেনবাউয়ার৷

Bundesliga 2011/2012 20. Spieltag 1. FC Nürnberg - Borussia Dortmund
শুক্রবারই ডর্ডমুন্ড খেলেছিল ন্যুর্নব্যার্গ’এর বিরুদ্ধেছবি: dapd

মরশুমের প্রথমার্ধে ফ্রঙ্ক রিবেরি, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার, টোমাস ম্যুলার এবং মারিও গোমেজ'কে ঘিরে বায়ার্নের অ্যাটাকের মধ্যে একটা স্বাভাবিক ছন্দ ছিল৷ সেই ভারহীনতা, সেই নির্ভার ছন্দই এখন ডর্টমুন্ডের পায়ে - বলেছেন বেকেনবাউয়ার৷ মারিও গোয়েটসে আহত হওয়া সত্ত্বেও ডর্টমুন্ড জিতে চলেছে৷ কাইজারের মতে তরুণ দলটি এর থেকে আরো বেশি আত্মবিশ্বাস পাবে৷

আরেক বিপদ হল, বায়ার্ন এখনও চ্যাম্পিয়নস লিগে খেলছে, যেখানে ডর্টমুন্ড অনেক আগেই বিদায় নিয়েছে৷ প্রি-কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বাসেল'এর সঙ্গে খেলা আছে বায়ার্নের৷ এমনকি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে মিউনিখে বায়ার্নের স্টেডিয়ামে৷ কাজেই বায়ার্নের সাম্মানিক প্রেসিডেন্ট বেকেনবাউয়ার শেষে একটু হুল ফোটাতে ছাড়েননি৷ বলেছেন, বায়ার্ন পড়বে চাপে, আর ডর্টমুন্ড সোফায় বসে থাকবে৷ ‘‘ও'ভাবেই তো ওরা গত বছর খেতাব জিতেছে৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য