1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিহারে পুলিশের হাতে বিচারক আক্রান্ত

১৯ নভেম্বর ২০২১

বিহারে আদালতকক্ষে ঢুকে বিচারকের দিকে বন্দুক তাক করে তেড়ে যান দুই পুলিশকর্মী। আইনজীবীদের পেটান।

https://p.dw.com/p/43DIq
প্রতীকী ছবি।ছবি: DW/S. Mishra

ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনীতে। অতিরিক্ত জেলা বিচারক তখন আদালতকক্ষে মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন। এই মামলায় দুই পুলিশকর্মীও জড়িত। তারা হঠাৎ আদালতকক্ষে ঢুকে বিচারকের দিকে বন্দুক উঁচিয়ে তেড়ে যান। বিচারক নিরাপদে আছেন। কিন্তু তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন। যে দুই পুলিশ কর্মী বিচারককে আক্রমণ করেছিল, তাদের একজন স্টেশন অফিসার ও অন্যজন সাব ইন্সপেক্টর।

ওই দুই পুলিশ কর্মী বন্দুক উঁচিয়ে বিচারকের দিকে তেড়ে যেতেই আদালতকর্মী ও আইনজীবীরা বিচারককে ঘিরে ফেলেন। পুলিশ কর্মীরা তাদের আক্রমণ করেন ও কয়েকজন আদালতকর্মী ও আইনজীবী আহত হয়েছেন। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

এই ঘটনার পরেই পাটনা হাইকোর্ট নিজে থেকে এই মামলা হাতে নেয় এবং জানায় পুলিশ কর্মীদের আচরণ অভূতপূর্ব ও ভয়ংকর। ডিআইজিকে বলা হয়েছে, অবিলম্বে একটি স্টেটাস রিপোর্ট দিতে হবে। ২৯ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে। সেদিন ডিজিপি-কেও উপস্থিত থাকতে হবে।

বিচারপতিরা বলেছেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, ''এই ধরনের ঘটনা বিচারবিভাগের স্বাধীনতার উপর আঘাত। তাই আমরা মুখ্যসচিব, ডিজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি ও মধুবনীর এসপি-কে নোটিশ দিচ্ছি।''

জিএইচ/এসজি (পিটিআই)