1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ে করো বাচ্চা নাও, তরুণদের উদ্দেশ্যে পোপ বেনেডিক্ট

৫ জুন ২০১১

লিভ টুগেদার নয়, বিয়ে করো এবং বাচ্চা নাও, ক্যাথলিক খ্রিষ্টান তরুণ সমাজের প্রতি এই আহ্বান জানালেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ একইসঙ্গে পারিবারিক বন্ধন নষ্ট করার জন্য তিনি দুষলেন ধর্মনিরপেক্ষতাবাদকে৷

https://p.dw.com/p/11Ueh
ক্রোয়েশিয়াতে পোপ ষোড়শ বেনেডিক্টছবি: AP

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে ‘মাস' বা ধর্মীয় গণসমাবেশ উপলক্ষে সেখানে গিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট৷ ঐতিহাসিকভাবে ইউরোপের ক্যাথলিক ঐতিহ্য আজ অনেকটাই হুমকির মুখে৷ তাই সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনতে ইদানিং বেশ তৎপর হয়েছেন পোপ বেনেডিক্ট৷ রোববার জাগরেবে পোপকে দেখার জন্য লাখ লাখ ক্যাথলিক খ্রিষ্টানরা সমবেত হয়৷ পোপকে উদ্দেশ্য করে তারা বলে ‘উই লাভ ইউ'৷

সমবেতন জনতার উদ্দেশ্যে বেশ কিছু কঠিন কথা উচ্চারণ করলেন পোপ বেনেডিক্ট৷ ইউরোপীয় সমাজের পারিবারিক বন্ধন আজ অনেকটাই ছিন্নভিন্ন৷ সেজন্য তরুণ সমাজকে তিনি আহ্বান জানালেন খ্রিষ্টীয় নৈতিকতার ভিত্তিতে জীবন গড়ে তুলতে৷ তাই লিভ টুগেদারের পরিবর্তে বিয়েকে বেছে নেওয়ার জন্য আহ্বান জানান বেনেডিক্ট৷ তিনি ইউরোপের ক্যাথলিকদের আহ্বান জানান ধর্মনিরপেক্ষতাকে মোকাবিলা করার জন্য ‘সাহসী' হতে৷ কারণ এই মতবাদ পরিবারকে হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেন বেনেডিক্ট৷ শুধু তাই নয়, রাষ্ট্রগুলোকেও পরিবার রক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি৷

Papst zu Besuch in Kroatien
এক ভক্তের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা নিচ্ছেন পোপছবি: picture-alliance/dpa

পোপ বেনেডিক্ট বলেন, ‘‘আত্মকেন্দ্রিকতার কারণে বন্ধনহীন জীবনযাপন বেড়ে চলেছে এবং এটা গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলছে৷ যদি বর্তমান আধুনিক ধ্যান ধারণার কারণে এভাবে ধর্ম এবং নৈতিকতা ক্রমেই ক্ষয়ে যেতে থাকে তাহলে পশ্চিমা দেশগুলো যে সঙ্কটে পড়বে তা থেকে উত্তরণের কোন রাস্তা নেই, এবং ইউরোপ নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে৷''

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে ক্রোয়েশিয়া৷ পোপ বেনেডিক্ট ক্রোয়েশিয়ার প্রতি তার সমর্থন ব্যক্ত করেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান