1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদি উত্তপ্ত

২ নভেম্বর ২০১১

হত্যাকাণ্ডের প্রতিবাদে নরসিংদিতে ৭২ ঘণ্টার হরতাল চলছে৷ আজ সকালে জনতা একটি ট্রেনে আগুন ধরিয়ে দিলে ১০টি বগি পুড়ে যায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপরধীদের অবশ্যই গ্রেফতার করা হবে৷ জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন আটক৷

https://p.dw.com/p/133ew
BANGLADESH map with DHAKA and NARAYANGANJ locators, partial graphic
ছবি: AP

সন্ত্রাসীদের গুলিতে গতরাতে নিহত নরসিংদি পৌরসভার মেয়র লোকমান হোসেনের আত্মীয় স্বজন কান্না আর আহাজারিতে হত্যাকারীদের শাস্তি দাবি করেন৷ তাদের দাবি, লোকমান হোসেনকে রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে হত্যা করেছে৷ তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হয়েছিলেন৷এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী সন্ত্রাসীরা তাকে হত্যা করে৷ তারাও এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন৷

আজ সকাল থেকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ৭২ ঘন্টার হরতাল শুরু হয়েছে পুরো নরসিংদি জেলায়৷ তবে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত লোকমানের জানাজার নামাজের জন্য হরতাল শিথিল করা হয়৷ হরতাল চলাকালে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্ধু এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেনে নরসিংদির বাসাইল এলাকায় আগুন ধরিয়ে দেয়৷ আগুনে ট্রেনের ১১টি বগি পুড়ে গেছে৷ কোন হতাহতের খবর পাওয়া যায়নি৷ নরসিংদিতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ অব্যাহত আছে৷

এদিকে হত্যাকাণ্ডের পর নরসিংদি জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে তার ঢাকার বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ৷ তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে আজ এক সংবাদ সম্মেলনে দাবি করছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী৷

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের গ্রেফতার করা হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশ তথ্য পেতে নানা কৌশল অবলম্বন করতে পারে৷

নরসিংদির পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক