1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর জয়ে চিন্তিত ভারতের মুসলমানেরা

২৮ মে ২০১৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি গতবারের চেয়েও শক্তিশালী হয়ে আবার ক্ষমতায় বসছে৷ বিজেপির এই জয়ে চিন্তিত হয়ে পড়েছেন দেশটির অনেক মুসলিম৷ কেউ কেউ সমাধানও খুঁজছেন৷

https://p.dw.com/p/3JKzo
Indiens Premierminister Narendra Modi
ছবি: Reuters/A. Abidi

আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রওনক শাহী বিজেপি আবারও ক্ষমতায় আসায় উদ্বিগ্ন৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, গতবারের চেয়ে এবার মুসলমানেরা বেশি অরক্ষিত হয়ে পড়বে৷ কী হবে তা বোঝা যাচ্ছে না৷ তবে আমি নিশ্চিত খারাপই হবে৷''

পরিস্থিতি সামলাতে মুসলমানদের রাজনৈতিক শক্তি হিসেবে বেড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি৷ এছাড়া অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে হবে বলে মনে করছেন রওনক শাহী৷

‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড' আশঙ্কা করছে, মুসলমানদের পরিস্থিতির আরো অবনতি হতে পারে৷ তাই মুসলমানদের উদ্দেশে লেখা চিঠিতে সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছে তারা৷

আলীগড বিশ্ববিদ্যালয়ের গবেষক আদিল আলভি বলেন, মুসলমানদের প্রতি বৈরী আচরণের প্রমাণ ইতিমধ্যে দেখা গেছে৷ সম্প্রতি নতুন দিল্লিতে এক মুসলমান ব্যক্তিকে টুপি খুলে ফেলতে এবং হিন্দুদের মতো ‘জয় শ্রীরাম' বলতে বাধ্য করা হয় বলে জানান তিনি৷

এবারের নির্বাচনে মোট ২৭ জন মুসলমান সাংসদ নির্বাচিত হয়েছেন৷ ৪৩৭টি আসনে প্রার্থী দেয়া   বিজেপি সাতজন মুসলমান প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল৷

সাংসদ নির্বাচিত হওয়া ২৭ জন মুসলিম প্রার্থীর একজন আসাদউদ্দিন ওয়েসি৷ তিনি হায়দ্রাবাদের এআইএমআইএম দলের প্রধান৷ এই দলকে তিনি সর্বভারতীয় দলে পরিণত করতে চান৷ ‘‘মুসলমানরা আর কতদিন তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোকে ভোট দেবে? তারা বিজেপিকে হারাতে সমর্থ নয়৷ ফলে আমাদের কৌশলে পরিবর্তন আনতে হবে৷'' 

তবে হায়দ্রাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আফরোজ আলম মুসলমানদের নিয়ে গঠিত দলের সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘মুসলমানদের ২৫টি দল এখনই আছে৷ কিন্তু তারা বড় সাফল্য দেখাতে পারেনি, কারণ, মুসলমানরা মুসলমানদের ভোট দিতে আগ্রহী নয়৷''

আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ মনে করেন, মুসলমানদের দল থেকে সংসদে প্রতিনিধি গেলেও তাদের কথা শোনা হবে না৷ ‘‘রাজনৈতিকভাবে মুসলমানরা কিছু করতে পারবে না৷ এটা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত যে, তারা মুসলমানদের সঙ্গে নেবে কিনা,'' বলেন তিনি৷

মোদীর বক্তব্য

নির্বাচনে জয়ের পর মোদী দুটি বক্তব্য দিয়েছেন৷ দুটিতেই তিনি মুসলমানদের আশ্বস্ত করা চেষ্টা করেছেন৷ বিজেপির সদরদপ্তরে দেয়া বক্তব্যে তিনি সংখ্যালঘুদের আস্থা অর্জনে কাজ করবেন বলে জানিয়েছেন৷ এছাড়া সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা এড়িয়ে চলতে সাংসদদের পরামর্শ দিয়েছেন তিনি৷

এদিকে, ভারতে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন জমিয়াত উলামা-ই-হিন্দ (জেইউএইচ) বিপুল জয়ের জন্য মোদীকে অভিনন্দন জানিয়েছেন৷ সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে নজর রাখতে মোদীর প্রতি আহ্বান জানিয়েছে জেইউএইচ৷

সুফি মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন অল ইন্ডিয়া উলেমা অ্যান্ড মাশায়েখ বোর্ডও মোদীকে অভিনন্দন জানিয়েছে৷

ফয়সাল ফরিদ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান