1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে নৌ পরিবহন

৩ আগস্ট ২০১২

সামনে আসছে ঈদ৷ নাড়ির টানে বাড়ি ফিরতে চাইবেন সবাই৷ দক্ষিণাঞ্চলে যাদের বাড়ি তাদের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম লঞ্চ৷ কিন্তু মাধ্যম হিসেবে এটা কতটা নিরাপদ?

https://p.dw.com/p/15ic5
Eine überfüllte Fähre verlässt am 4.12.2002 auf dem Buriganga-Fluss Dhaka. Tausende Einwohner der Hauptstadt von Bangladesch fahren derzeit zurück zu ihren Familien auf das Land, um mit ihnen am 6.12. das Eid al-Fitr-Fest zu feiern, das das Ende des Fastenmonats Ramadan markiert. Schlagworte Verkehr, Schiffahrt, Schifffahrt, Schiffe, Transporte, fähre, überfüllt, voll, menschenmenge, Passagiere
Bangladesch Dhaka Überfüllte Fähreছবি: picture-alliance / dpa/dpaweb

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট'এর নৌ স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার সাহা বলেন, তাঁর জানা মতে সরকার এবার লঞ্চ দুর্ঘটনা এড়াতে কয়েকটি পদক্ষেপ নিয়েছে৷ যেমন লঞ্চ ছাড়ার আগে কতজন যাত্রী উঠলো সেটা গুণে দেখা হবে৷ এছাড়া ম্যাজিস্ট্রেট ঘাঁটে উপস্থিত থেকে লঞ্চ চলাচলের ক্ষেত্রে কোনো অংসগতি হচ্ছে কিনা – সেটা লক্ষ্য রাখবেন৷ গতবারও সরকার এ ধরণের পদক্ষেপ নিয়েছিল৷ ফলে দুর্ঘটনা এড়ানো গেছে৷

ড. সাহা বলেন, ঈদের সময় যাত্রীদের সংখ্যা দুই থেকে তিনগুন বেড়ে যায়৷ তাই এসময় অতিরিক্ত সাবধানতার প্রয়োজন৷ তবে অন্যান্য সময় বিশেষ করে দুর্যোগের সময় যদি সরকার কড়া নজরদারির ব্যবস্থা করে তাহলে দুর্ঘটনার সম্ভাবনা থাকবেনা৷

বুয়েট'এর এই শিক্ষক বলেন, ফিটনেসবিহীন লঞ্চ যেন নদীতে নামতে না পারে সেটা তদারক করে নৌ অধিদপ্তর৷ সেজন্য তাদের কয়েকজন পরিদর্শক রয়েছে৷ তবে সংখ্যাটা এতই অপ্রতুল যে তাদের পক্ষে সব লঞ্চ পরীক্ষা করে দেখাটা সম্ভব নয়৷

তিনি বলেন, বুয়েট'এর একটা জরিপে লঞ্চগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে৷ এর মধ্যে একেবারে শেষে, মানে ‘ডি' ক্যাটাগরিতে যে লঞ্চগুলো রয়েছে সেগুলো একেবারেই চলাচলের অযোগ্য৷ এবং দুর্ঘটনার কারণ সেগুলোই৷ সরকারের উচিত ঐ লঞ্চগুলোর চলাচলের অনুমতি বাতিল করে দেয়া৷

ড. সাহা বলেন, সরকারি পর্যায়ে কয়েকটি লঞ্চ রয়েছে৷ তবে সেগুলো অনেক পুরনো৷ মূলত আর্থিক কারণে সরকার লঞ্চের সংখ্যা বাড়াতে পারছে না বলে মনে করেন তিনি৷

সাক্ষাৎকার: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য