1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লন্ডনের সেভেন-সেভেনের শিকার এবং আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের ফোন ট্যাপ

৭ জুলাই ২০১১

ব্রিটিশ ট্যাবলয়ড ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’ লন্ডনের সেভেন-সেভেন বোমা হামলার শিকার এবং আফগানিস্তানে যে সব ব্রিটিশ সেনা মারা গেছে তাদের ফোন ট্যাপ করেছে৷ বিভিন্ন সময়ে সেসব পরিবারের কথাবার্তা তারা রেকর্ড করে৷

https://p.dw.com/p/11qgu
হ্যাকিং চলছেছবি: AP

‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' নিউজ ইন্টারন্যাশনালের একটি অঙ্গ সংগঠন৷ এর মালিক মিডিয়া মোগল রুপার্ট মারডক৷ নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, তারা দ্রুত প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে যোগাযোগ করবে৷ বাড়ির টেলিফোন সহ অসংখ্য সেল ফোন ট্যাপ করার খবর প্রকাশ করে ‘ডেলি টেলিগ্রাফ'৷ সেই সংবাদপত্র জানায়, যেসব সেনা আফগানিস্তানে মারা গেছে তাদের সবার ব্যক্তিগত ফোন নম্বর একজন গোয়েন্দার নোট বুকে পাওয়া গেছে৷ গোয়েন্দা ব্যক্তিটি এই মুহূর্তে কারাগারে, তিনি একাধিকবার হ্যাকিং-এর জন্য কারাবন্দী হন৷

Weltwirtschaftsforum Davos Rupert Murdoch
মিডিয়া মোঘল রুপার্ট মারডকছবি: AP

যে অভিযোগ নিউজ ইন্টারন্যাশনাল এবং ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'-এর বিরুদ্ধে আনা হয়েছে, তা যদি সত্যি হয় তাহলে তা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা – জানিয়েছে ডেলি টেলিগ্রাফ৷

রোজ জেন্টল'এর পুত্র গর্ডন জেন্টল ২০০৪ সালে একটি বোমা বিস্ফোরণে ইরাকের বাসরায় নিহত হয়৷ বিবিসিকে তিনি জানান, ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' এর বিরুদ্ধে অভিযোগ শুনে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছেন৷ তিনি নিজেও এই পত্রিকাটি নিয়মিত পড়তেন৷ তিনি জানান, আর কখনোই তিনি এই পত্রিকাটি কিনবেন না৷ তিনি আরো জানান, এদের শাস্তি হওয়া উচিত৷

ঘটনাটি আরো গুরুতর আকারে দেখা দেয়, যখন জানা যায় যে অর্থমন্ত্রী জর্জ অসবর্নের ফোন নম্বর আরো দুই জন হ্যাকারের নোটবুকে পাওয়া গেছে৷ এবং সেই দুই জন হ্যাকার এখন কারাবন্দী৷ এই দুজন বিভিন্ন বাড়ির ফোন হ্যাক করার অপরাধে অপরাধী৷

Computer Passwort Sicherheit Hacker
খুঁজে পাওয়া গছে পাসওয়ার্ডছবি: Fotolia/pn_photo

বলা হচ্ছে, ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' বিভিন্ন সময়ে মোটা অঙ্কের টাকা দিয়ে সাংবাদিক এবং তদন্তকারী ভাড়া করেছিল, যাদের কাজ ছিল সেভেন-সেভেন হামলার শিকার এবং আফগানিস্তানে মোতায়নরত ব্রিটিশ সেনাদের পরিবারের ফোন হ্যাক করা, নিয়মিত তাদের কথাবার্তা শোনা এবং প্রয়োজনে তা রেকর্ড করা৷

পুরো ঘটনাটি ফাঁস হয়ে যায়, যখন ব্রিটিশ পুলিশরা একটি নিখোঁজ মেয়েকে খুঁজতে থাকে৷ জানা গেছে, স্কুল পড়ুয়া সেই মেয়েটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে৷ পুলিশ সারাক্ষণই দপ্তরের সঙ্গে যোগাযোগ করছিল এবং তাদের পুরো কথাবার্তা রেকর্ড করে শুনছিল ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' এর একজন তদন্তকারী৷

সেভেন-সেভেনের শিকার এবং আফগানিস্তানে মোতায়নরত সেনা ছাড়াও ম্যাডলিন ম্যাক ক্যানের পরিবারের ফোন ট্যাপ করা হয়েছে ৷ চার বছর আগে তাকে পর্তুগালের একটি হোটেল থেকে অপহরণ করা হয়৷ এখন পর্যন্ত ম্যাডলিনের কোন সন্ধান পাওয়া যায়নি৷

Jahresrückblick 2007 Mai Madeleine verschwunden
এখনো নিখোঁজ ম্যাডেলিন ম্যাক ক্যানছবি: ÂP

‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড'-এর একজন সাংবাদিক, যিনি ব্রিটিশ রাজ পরিবারের খবর আনা নেয়া করতেন, তিনি কারাবন্দী কারণ তিনিও ব্রিটিশ পরিবারের বেশ কিছু সদস্যের ফোন হ্যাক করেছিলেন৷

‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড' প্রতি রবিবারে প্রকাশিত হয়৷ প্রায় ৭০ লক্ষ মানুষ নিয়মিত পত্রিকাটি পড়ে৷ প্রতি সপ্তাহে প্রায় ২.৬ মিলিয়ন পাউন্ড আয় হয় শুধু একটি সংখ্যা বিক্রি করে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন