1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

সমলিঙ্গ বিয়ে নিয়ে নারাজ বিজেপির সরকার

১৩ মার্চ ২০২৩

সরকারের তরফে সুপ্রিমকোর্টে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

https://p.dw.com/p/4Oada
ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo

স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনে সমলিঙ্গের বিয়েকেস্বীকৃতি দেওয়া হোক। সুপ্রিম কোর্ট এবিষয়ে একটি পিটিশন বা আবেদন খতিয়ে দেখছে। তারই মধ্যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ করেছে। দীর্ঘ সেই আবেদনপত্রে বলা হয়েছে, সমলিঙ্গের বিয়ে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই বিয়ে স্বীকৃত হলে সমাজের উপর বিরূপ প্রভাব পড়বে। ভারতীয় সমাজে বিয়েকে একটি পবিত্র প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। সমলিঙ্গের বিয়ে স্বীকৃতি পেলে সেই পবিত্রতা নষ্ট হবে।

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় সরকারের বক্তব্য, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে, আইনসভা তা ঠিক করবে। আইনসভা আইন তৈরি করবে। বিচারবিভাগ সিদ্ধান্ত নিতে পারে না।

ভারতে দীর্ঘদিন ধরে এলজিবিটিকিউ আন্দোলন চলছে। কয়েকবছর আগে সমলিঙ্গের যৌনতার অধিকারকে স্বীকৃতি দিয়েছে আদালত। সমলিঙ্গের বিয়ের অধিকার নিয়ে লড়াই করছিল মানবাধিকার সংগঠনগুলি। কেন্দ্রীয় সরকারের এই আবাদন সেই লড়াই আরো কঠিন করল বলেই মনে করছেন তারা।

এবিষয়ে এলজিবিটিকিকিইউ আন্দোলনের শরিক সুজি ভৌমিক ডয়চে ভেলেকে বলেছেন, "লড়াই কোনোদিনই কঠিন ছিল না। কেন্দ্রের বক্তব্যে এতটুকু অবাক হইনি। তবে বিচারবিভাগের উপর আমাদের আস্থা আছে।”

সমলিঙ্গের বিয়ে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন দেবলীনা। সম্প্রতি ওড়িশায় তার সিনেমাটি দেখানোর কথা ছিল একটি শিক্ষাপ্রতিষ্ঠানে। শেষ মুহূর্তে তা বাতিল করে দেন কর্তৃপক্ষ। দেবলীনার বক্তব্য, "হিন্দুত্ববাদী সরকারের কাছ থেকে এর থেকে বেশি আর কী-ই বা প্রত্যাশিত? আমি এতটুকু অবাক নই।” আন্দোলনকারীদের বক্তব্য, গোটা বিশ্ব যখন সমলিঙ্গের বিয়েকে স্বাগত জানাচ্ছে, তখন ভারত সরকারের এই বক্তব্য সভ্যতার উল্টো দিকে হাঁটার সামিল।

এসজি/জিএইচ (পিটিআই)