1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্লেন ক্লাইন: গ্রাউন্ড জিরোর হিরো

১ আগস্ট ২০১১

১১ সেপ্টেম্বর ২০০১৷ টুইন টাওয়ার্সে আগুল জ্বলছে৷ অন্যরা ছুটে পালাচ্ছে৷ গ্লেন ক্লাইন কিন্তু সেই আগুনের দিকেই ছুটে গিয়েছিলেন৷ যে ঘটনা তাঁর জীবনই বদলে দেয়৷

https://p.dw.com/p/127IN
Nur für Projekt 9/11: Porträt Glen Klein
গ্লেন ক্লাইনছবি: DW / D. Eusterbrock

অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গ্লেন ক্লাইন আজ বিগত দশ বছরের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে রাজি৷ কিন্তু তাঁর স্ত্রী ক্যারল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না৷ গ্লেনই শোনালেন তার কারণ: দশ বছর আগে ক্যারল যখন তাঁর কিডনি দান করার সিদ্ধান্ত নেন, তখন মিডিয়া থেকে টেলিফোনের পর টেলিফোন এসেছিল৷ ক্যারল বলেছিলেন, তিনি যা করছেন, তা পাবলিসিটির জন্য করছেন না৷

কিন্তু সাংবাদিকদের আগ্রহ ছিল বিপুল৷ কেননা ক্যারল যাকে একটি কিডনি দান করছিলেন, তিনি ছিলেন গ্লেনের এক বন্ধু এবং সহকর্মী, যিনি ঐ গ্রাউন্ড জিরোয় কাজ করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন৷ গ্লেন আর তাঁর ঐ সহকর্মী, দুজনেই ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ইএসইউ নামধারী একটি বিশেষ গোষ্ঠীর সদস্য৷ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দ্বিতীয় টাওয়ারটি ধসে পড়ার ঠিক আগে দু'জনে সেখানে গিয়ে পৌঁছন৷

বিষাক্ত ধুলো নিঃশ্বাসের সঙ্গে বুকে ঢুকেছে

!!VERWENDUNG NUR 10 Jahre nach 9/11 – USA - Glen Klein, NYPD Flash-Galerie !!! Bild: Dirk Eusterbrock "Manche der Helfer", sagt Klein, "trugen nur Papiermasken." Im Pausenquartier nehmen die Helfer die Masken ab. "Die Regierung hat uns belogen; sie hat gesagt, die Luft dort ist ungefährlich. Sie wollten, dass New York so schnell wie möglich wieder funktioniert", so sein Vorwurf.
ছবি: Dirk Eusterbrock

পরের ন'মাস ধরে গ্লেন গ্রাউন্ড জিরোতে কাজ করেছেন, যতোদিন না সেই দূষিত ধ্বংসস্তূপ অপসারিত হয়৷ প্রথম দিন থেকে শেষ দিন অবধি৷ বিশেষ পুলিশ গোষ্ঠীর সদস্য হিসেবে নাইন-ইলেভেন'এও তাঁর কাছে গ্যাস-মাস্ক ছিল৷ পরে বাতাস পরিশোধনের মুখোশ পরেই কাজ করেছেন৷ তবুও তাদের ফিল্টার গ্লেনের ফুসফুসগুলোকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিযাক্ত কণিকাগুলোর হাত থেকে বাঁচাতে পারেনি৷

গ্লেন অসুস্থ হয়ে পড়েন৷ বিশেষ করে পাকস্থলীর সমস্যা, যা আজও তাঁর সঙ্গী৷ গ্লেন বলেন, তিনি এবং তাঁর সহকর্মীরা যেখানে কাজ করেছেন, সেখানে নিঃশ্বাসের সঙ্গে বিষাক্ত কিছু ঢোকার বিপদ নেই বলেই তাদের বলা হয়েছিল৷ কিন্তু বাস্তবে সরকারের তরফ থেকে মিছে কথা বলা হয়েছিল বলে আজ তাঁর ধারণা৷ সরকার যতো তাড়াতাড়ি গ্রাউন্ড জিরোকে আবার কাজে লাগাতে চেয়েছিল, স্টক এক্সচেঞ্জ ইত্যাদির কারণে - এই হল গ্লেনের ব্যাখ্যা৷

বন্ধুরা কোথায়?

১১ সেপ্টেম্বর গ্লেনের ডিউটি ছিল না৷ কিন্তু বিপর্যয়ের কথা শুনে নিজেই গিয়ে হাজিরা দিয়েছেন৷ পুলিশ ওয়্যারলেসে শুনেছেন, অন্য পুলিশকর্মীরা চিৎকার করছেন, ‘‘বাড়িটা থেকে দূরে থাকো! ওপর থেকে লোকে ঝাঁপ দিচ্ছে!'' গ্লেন যখন গ্রাউন্ড জিরোয় পৌঁছলেন, তখন দ্বিতীয় টাওয়ারটি ভেঙে পড়ছে৷ শুনলেন, তাঁর ১৪ জন সহকর্মী সেখানে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন৷ গ্লেন ও তাঁর সতীর্থরা হারানো সহকর্মীদের খুঁজতে শুরু করেন৷ শুধু দু'জনের মৃতদেহ  খুঁজে পান৷

আর শক্তি নেই

"Ein New Yorker Polizist muss sich finanziell nach der Decke strecken", sagt Klein. Er habe oft drei Jobs gehabt, um die Familie zu ernähren, das könne er jetzt nicht mehr. Die einzige finanzielle Entschädigung seien 2200 Dollar aus einer Sammelklage gegen die Stadt gewesen. !!VERWENDUNG NUR 10 Jahre nach 9/11 – USA - Glen Klein, NYPD Flash-Galerie !!! Bild: Dirk Eusterbrock
ছবি: Dirk Eusterbrock

বিশ বছর পুলিশ বিভাগে কাজ করার পর ২০০৩ সালে অবসর নেন গ্লেন ক্লাইন৷ ভালো কারাটে লড়তেন, দূরপাল্লার দৌড়বীর ছিলেন৷ কিন্তু শেষমেষ তিনি শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েন৷ কোনো কাজে আগ্রহ নেই, সেই সঙ্গে হাঁপানি৷ বাড়িতে স্ত্রীর সঙ্গে কলহ, নয়তো মদ্যপান৷ মনোরোগ বিশেষজ্ঞর নির্ণয়: গ্লেন পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার বা দুর্ঘটনার পর মানসিক চাপে ভুগছেন৷ ‘‘কিন্তু আমি তো সারা জীবন ধরে ত্রাণের কাজই করছি, মৃত্যু আর ধ্বংসলীলা দেখেছি৷ আমার স্ট্রেস হতে যাবে কেন?'' গ্লেন ডাক্তারকে বলেছিলেন৷ ‘‘এটা ছিল ব্যক্তিগত,'' ডাক্তার বললেন৷ ‘‘আপনার ১৪ জন বন্ধু মারা গেছেন৷ এ' যেন কেউ আপনার বাড়িতে ঢুকে আপনার পরিবারের ১৪ জনকে মেরে ফেলেছে৷''

প্রতিবেদন: ক্রিস্টিনা বের্গমান/অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ