1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষুদ্র ঋণ

৫ জুন ২০১২

বাংলাদেশে ক্ষুদ্র ঋণের সাফল্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন মনে করেন, এর মাধ্যমে একদিকে দারিদ্র্য দূরীকরণ, অন্যদিকে গ্রামাঞ্চলে শিশুদের শিক্ষার হার বেড়েছে৷

https://p.dw.com/p/157lO
ছবি: DW

বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন জার্মানি'র উদ্যোগে বন শহরে অনুষ্ঠিত জলবায়ু ও জ্বালানি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ‘ক্ষুদ্র ঋণ কার্যক্রমের উপর জলবায়ু বিপর্যয়ের প্রভাব' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোয়াজ্জেম হোসেন৷ সম্মেলনের অবকাশে ডিডাব্লিউ'র সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ক্ষুদ্র ঋণ আমাদের দেশে অনেক উপরে উঠেছে৷ গত প্রায় দুই দশকে তারা গ্রামাঞ্চলের মানুষের দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে৷ তবে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয়ের কারণে ক্ষুদ্র ঋণ কার্যক্রমও হুমকির মুখে পড়েছে৷ কেননা ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের অনেকেই গত কয়েক বছরে আইলাসহ বেশ কিছু প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে৷ অথচ এসব দুর্যোগ পীড়িত মানুষের জন্য, তাদের পুনর্বাসনের জন্য যতোটা ভূমিকা রাখা দরকার ছিল, ক্ষুদ্র ঋণ দাতা প্রতিষ্ঠানগুলো ততোটা করেনি বলেই আমি মনে করি৷ এছাড়া এতোদিনে এসব প্রতিষ্ঠান বেশ বড়মাপের পুঁজিও গঠন করেছে৷ ফলে এখন সরকারের পাশাপাশি তাদের উচিত শিক্ষা ও চিকিৎসা খাতে এবং অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া৷''

ক্ষুদ্র ঋণের ফলে অনেক অতিদরিদ্র মানুষের অবস্থার উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন ড. হোসেন৷ সাম্প্রতিক গবেষণা থেকে দেখা গেছে, ক্ষুদ্র ঋণ গ্রহীতারা এখন আগের থেকে ভালো আছে এবং তাদের এখন অন্তত অনাহারে দিন কাটাতে হয় না৷ এছাড়া ক্ষুদ্র ঋণের আওতায় থাকা গ্রামীণ জনগোষ্ঠী তাদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে অনেক বেশি উৎসাহী হয়েছে বলেও উল্লেখ করেন তিনি৷

ক্ষুদ্র ঋণের এমন সাফল্যের দিক বিবেচনা করে সরকারেরই কি আরো বেশি ক্ষুদ্র ঋণের কার্যক্রমকে সম্প্রসারিত করা উচিত নয় - এমন প্রশ্নের জবাবে ড. হোসেন বলেন, ‘‘বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন বোর্ড এবং পল্লী কর্ম সংস্থার মাধ্যমে ক্ষুদ্র ঋণের সুফল আরো অধিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছে৷ তবে শুধুমাত্র সরকারের দিকেই তো তাকিয়ে থাকলে হবে না৷ বরং বেসরকারিভাবে, ব্যক্তি পর্যায়ে, স্থানীয়ভাবেও আমাদের এক্ষেত্রে উদ্যোগী হতে হবে৷''

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য