1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিউনিশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগ

২০ ফেব্রুয়ারি ২০১৩

আরব বসন্তের শুরু টিউনিশিয়ায়৷ সেখানে আবারও শুরু হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা৷ ফলে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী হামাদি জেবালি৷ টেকনোক্র্যাটদের নিয়ে মন্ত্রিসভা গঠনের স্বপ্ন পূরণ না হওয়ায় এই পদত্যাগ৷

https://p.dw.com/p/17hng

২০১১ সালে আরব বসন্তের ছোঁয়ায় টিউনিশিয়ার তৎকালীন শাসক বেন আলির ক্ষমতা ছেড়ে দেয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে বেশিরভাগ আসনে নির্বাচিত হয়েছিল ইসলামপন্থী দল এন্নাহদা৷ তবে তারা এককভাবে সরকার গঠন করতে পারেনি৷ সঙ্গে নিতে হয়েছিল ধর্মনিরপেক্ষ ঘরানার সিপিআরসহ অন্যান্যদের৷ বর্তমান প্রেসিডেন্ট মোন্সেফ মারজুকিও এই দলের৷ আর পদত্যাগী জেবালির দল এন্নাহদা৷

A supporter of the Ennahda ruling party holds up a Koran as others shout slogans during a demonstration in Tunis February 16, 2013. Tens of thousands of supporters of Tunisia's Islamist-led government marched in the capital on Saturday, one of the biggest in a series of pro-government and opposition rallies sparked by the assassination of a secular politician. REUTERS/Anis Mili (TUNISIA - Tags: CIVIL UNREST POLITICS)
টিউনিশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এ মাসের ৬ তারিখে নিজ বাড়ির সামনে বিরোধী নেতা শোকরি বেলাইদ খুন হবার পর থেকেছবি: Reuters

টিউনিশিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা শুরু হয় এ মাসের ৬ তারিখে নিজ বাড়ির সামনে বিরোধী নেতা শোকরি বেলাইদ খুন হবার পর থেকে৷ সরকারের সমালোচনায় তিনি বেশ উচ্চকণ্ঠ ছিলেন৷ এখনো পর্যন্ত কেউ এই হত্যার দায়িত্ব না নিলেও বিরোধীরা মনে করে, সরকার উগ্রপন্থী ইসলামিদের দমনে কঠোর না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে৷ এ অভিযোগে বিরোধীরা সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করা শুরু করে৷

এ অবস্থায় প্রধানমন্ত্রী জেবালি চেয়েছিলেন রাজনীতিবিদদের বাদ দিয়ে টেকনোক্র্যাটদের নিয়ে মন্ত্রিসভা গঠন করে সমস্যার সমাধান করতে৷ কিন্তু তাঁর এ প্রস্তাবে সায় দেয়নি জেবালির দল এন্নাহদা৷ দলটি মনে করছে এর ফলে সরকারের উপর তাদের প্রভাব কমে যেতে পারে৷

এন্নাহদার নেতা রাশিদ আল গানুশি বলছেন, প্রায় ১৫টির মতো রাজনৈতিক দল চাইছে মন্ত্রিসভা গঠিত হোক রাজনীতিবিদ ও টেকনোক্র্যাটদের নিয়ে৷ গানুশি এ-ও বলেছেন যে তিনি চান জেবালি ঐ মন্ত্রিসভার প্রধান থাকুন৷ উল্লেখ্য, এ মন্ত্রিসভার দায়িত্ব হবে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা৷

এদিকে প্রেসিডেন্ট মারজুকি বুধবার এন্নাহদা প্রধান গানুশির সঙ্গে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে কথা বলবেন৷ বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আবদেলআতিফ মেক্কি আর বিচারমন্ত্রী মুরেদ্দিনে ভিরি'র মধ্যে কেউ একজন প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারনা করা হচ্ছে৷

রাজনৈতিক এই অনিশ্চয়তার কারণে টিউনিশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ বিশেষ করে আরব বসন্তের পর অর্থনীতিকে চাঙা করার মতো যথেষ্ট কাজ করতে পারেনি সরকার৷ এছাড়া ইসলামপন্থিদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় সাধারণ জনগণও এখন সরকারের সমালোচনায় মুখর৷

জেডএইচ / এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য