1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাহবাগে অমর একুশে

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২১ ফেব্রুয়ারি ২০১৩

আজ অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য প্রাণ দিয়েছিলেন এ দেশের মানুষ৷ সৃষ্টি করেন এক অনন্য ইতিহাস৷

https://p.dw.com/p/17ieq
ছবি: picture-alliance/AP

সেই একুশের পথ ধরে বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা৷ এবার একুশ এসেছে চেতনার নতুন যুদ্ধ নিয়ে, যে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে শাহবাগের তরুণ প্রজন্ম৷

মধ্যরাতে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে একুশের আনুষ্ঠানিকতা শুরু৷ আর সেই শ্রদ্ধা আর ভালবাসায় একাকার শহীদ মিনার থেকে শাহবাগ – পুরো দেশ৷ বাঙালির চেতনা উন্মেষের ৫২ আজও অমলিন৷ তাই চেতনার উৎস থেকে উঠে আসা নতুন প্রজন্ম৷ তারা নিল নতুন শপথ৷ এই বাংলায় যুদ্ধাপরাধী রাজাকারের ঠাঁই হবেনা৷

Shahbagh Proteste
একুশের সব আয়োজনেই আছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিছবি: DW/Harun Ur Rashid

যারা অগ্রজ, যারা জ্যেষ্ঠ তারাও যেন তরুণদের এই দাবিতে নতুন করে উজ্জীবিত৷ ভাষা সৈনিক আব্দুল মতিন ডয়চে ভেলেকে বললেন, মানুষকে বুঝতে হবে৷ মানুষের ভাষাকে বুঝতে হবে৷ বুঝতে হবে তারুণ্যের ভাষাকে৷ আরেক ভাষা সৈনিক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, একুশের চেতনা ঝরনাধারার মত ছড়িয়ে পড়ছে যুগ থেকে যুগে৷ প্রজন্ম থেকে প্রজন্মে৷

এই সময়ের দেশ কাঁপানো শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের নেতা ব্লগার ডা. ইমরান এইচ সরকার ডয়চে ভেলেকে বললেন, একুশের চেতনাকে পূর্ণাঙ্গ রূপ দিতেই এবারের একুশ৷ শাহবাগের একুশ৷

একুশের এই আয়োজন আর শ্রদ্ধায় একাকার বাঙালিরা৷ তাই প্রাণের টানে ছুটে এসেছেন পশ্চিম বাংলার শিল্পী এবং সাহিত্যিক৷

একুশের এই আয়োজন এক দিনের নয়৷ বাঙালির প্রতিদিনই যেন হয় একুশ৷ একুশের চেতনা যেন সঞ্চারিত হয় সবসময়, সবকালে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান