1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিক বিক্ষোভে সরাতে হলো ইসলামিক গেমস

২৫ এপ্রিল ২০১৩

মুসলিম প্রধান দেশগুলোর সবচেয়ে বড় জোট ওআইসি-র সদস্যদেশগুলোর কমপক্ষে ৫ হাজার ক্রীড়াবিদ অংশ নেবেন এ আয়োজনে৷ এমন আসরের ভেন্যুও সরাতে হলো শ্রমিক বিক্ষোভের মুখে৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী আসরটি হবে জাকার্তায়৷

https://p.dw.com/p/18Moq
ছবি: Rob Carr/Getty Images

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ আসর শুরু হবে ২২ সেপ্টেম্বর থেকে, চলবে পহেলা অক্টোবর পর্যন্ত৷ ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রণালয় অন্তত তা-ই চায়৷ এ সিদ্ধান্তের দিকে না গেলে চলতোও না৷ আগের পরিকল্পনা অনুযায়ী আসরটি হবার কথা ছিল পাকেনবারুতে৷ সুমাত্রা দ্বীপের এ শহর এখন শ্রমিক বিক্ষোভে উত্তাল৷ প্রাপ্য মজুরি আদায়ের আন্দোলনে নেমেছেন তাঁরা৷ তাঁদের অভিযোগ, পূর্ণ মজুরি থেকে তাঁদের বঞ্চিত করা হয়৷ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ার আগেই স্থানীয় সরকারের উচিত ছিল প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া৷ সে চেষ্টা একেবারেই যে করা হয়নি, তা-ও নয়৷ কিন্তু সে চেষ্টায় সাফল্যের সম্ভাবনা নেই বললেই চলে, কেননা, স্থানীয় সরকার প্রধানের বিরুদ্ধেই রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ৷

পাকেনবারু থেকে রাজধানীতে ইসলামিক গেমস সরিয়ে নেয়ার সিদ্ধান্ত তাই বাধ্য হয়েই নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার৷ আয়োজক কমিটির এক কর্মকর্তা জানিয়েছেন, কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে, সার্বিক পরিস্থিতি বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী রয় সুরিয়া৷ ইন্দোনেশিয়ায় বড় কোনো ক্রীড়া আয়োজনের সময় বা আয়োজনকে কেন্দ্র করে জটিলতা, দুর্ঘটনা অবশ্য নতুন কিছু নয়৷ দু বছর আগে জাকার্তা স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবল ম্যাচ চলার সময় দর্শকদের মধ্যে মারামারি বেঁধে যাওয়ায় এক পর্যায়ে পদদলিত হয়ে মারা গিয়েছিলেন দু জন৷ এ ছাড়া ২০০৯ সালে রাজনৈতিক কারণে ইসলামিক গেমস আয়োজনই স্থগিত রাখতে হয়েছিল৷

এসিবি, এসবি/এএফপি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য