1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বাঙালি রোবট’

১৫ জুলাই ২০১৩

বাংলায় বলুন, ‘ডানে যাও’, দেরি না করে ঠিক ডান দিকে চলতে শুরু করবে রোবটটা৷ এভাবে সহজ বাংলায় দেয়া নির্দেশ মেনে অনেক কাজই করে দেখাবে ‘বাঙালি রোবট’৷ তরুণ দুই উদ্ভাবক তাঁদের এই উদ্ভাবনকে কাজে লাগাতে চান মানুষের কল্যাণে৷

https://p.dw.com/p/197H8
The pictures are taken by Shadly Salahuddin, a student of Rajshahi University, Bangladesh, and he gives DW all the rights to use them. Zulieferer: Debarati Guha Titel: Young inventors with Robot Description: Young inventor of Robot recieving special award2 Keywords: Bangladesh, Bangladesch
Bangladesh Junge Erfinder mit Roboterছবি: Shadly Salahuddin

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম৷ ‘বাঙালি রোবট' তাঁদেরই উদ্ভাবন৷ ছোট্ট এই রোবটের প্রদর্শনী হয়ে গেল রাজশাহীতে৷ দর্শনার্থীরা তুমুল প্রশংসা করেছেন রোবটটির৷ দেখতে ছোট, কিন্তু কাজে বেশ বড় এই রোবট৷ যন্ত্রমানবটিকে হাজার হাজার মাইল দূর থেকেও চালানো সম্ভব৷ বাংলায় নির্দেশ দিলে সে অনুযায়ী কাজ করতে থাকবে রোবট৷

‘বাঙালি রোবট’

চালানো খুব সহজ৷ ইন্টারনেট সংযোগ থাকলেই হলো৷ একটা সফটওয়্যার ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিশেষ নিরাপত্তা কোড দিয়ে রোবটটির সঙ্গে যোগাযোগ স্থাপন করুন৷ তারপর? কী কী করতে হবে তা ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে সবিস্তারেই জানিয়েছেন সাদলী সালাহউদ্দিন৷ জানিয়েছেন, মাত্র তিন হাজার টাকা খরচ করলেই তৈরি করা যাবে এমন একটি রোবট৷ তবে রোবট বাংলায় দেয়া নির্দেশ শুনে শুধু ডানে-বাঁয়ে গিয়ে হালকা বিনোদনের বস্তু হয়ে থাকবে সাদলী এবং সৌমিন তা চাননা৷ তাঁদের লক্ষ্য মানব কল্যাণে এটিকে ব্যবহার করা৷

চাইলে এই প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ ড্রোন বিমানও তৈরি করতে পারবে৷ কিন্তু তরুণ দুই উদ্ভাবক মূলত মানুষ হত্যায় ব্যবহৃত চালকবিহীন বিমান তৈরিতে না গিয়ে, শারীরিক প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চান৷ সালাহউদ্দিন জানালেন, এমন এক হুইল চেয়ার হয়ে উঠতে পারে খুদে এই রোবটের প্রযুক্তি, যার সাহায্যে চলতে ফিরতে অক্ষমরা সেই অক্ষমতাকে জয় করতে পারবেন৷ জীবন অনেক স্বাভাবিক হয়ে যাবে তাঁদের৷ আর এমন বন্ধু রোবট তৈরি করতে খরচ হবে বড়জোর ৮-১০ হাজার টাকা৷ অন্য অনেকভাবেই কাজে লাগানো সম্ভব রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাম দেশের বাইরেও ছড়িয়ে দেয়া এই রোবটকে৷ সাদলী সালাহউদ্দিন এবং সৌমিন ইসলামের স্বপ্ন পূরণ হলে তো দেশেরও কল্যাণ!

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য