1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া ম্যারেজ মিডিয়া

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৯ সেপ্টেম্বর ২০১৩

বাংলাদেশের রাজধানী ঢাকায় গড়ে উঠেছে শতাধিক প্রতারক ‘ম্যারেজ মিডিয়া’৷ তারা প্রবাসী পাত্রীদের লোভ দেখিয়ে কৌশলে পাত্রপক্ষের কাছ থেকে মোট অঙ্কের অর্থ হাতিয়ে নেয়৷

https://p.dw.com/p/19dyT
JM Fotografie hochzeit; hand; brautstrauss; heiraten; ehering; ring; liebe; heirat; rose; rosen; gelb; weiß; ehe; brautpaar; braut; finger; zusammen; gemeinsam; strauss; zwei; bräutigam; grün; paar
ছবি: Fotolia/JM Fotografie

বাড্ডার আফতাব নগরের ইস্টার্ন হাউজিং এলাকার একটির বাড়ির নীচ তলায় ফারুক হোসেন নামে একজন ম্যারেজ মিডিয়ার নামে চালিয়ে আসছিলেন জমজমাট প্রতারণার ব্যবসা৷ তিনি পত্রিকায় পাত্র চেয়ে বিজ্ঞাপন দিতেন অ্যামেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য প্রবাসী পাত্রীদের জন্য পাত্র চেয়ে৷ পাত্রের কোনো বিশেষ যোগ্যতা চাওয়া না হলেও পাত্রকে বিয়ের পর ঐসব দেশে নিয়ে যাওয়ার কথা বলা হত৷ নামহীন এই ম্যারেজ মিডিয়ার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রতারিত হয়েছেন অনেকেই৷

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান ডয়চে ভেলেকে জানান, প্রতারক চক্র অ্যামেরিকা, যুক্তরাজ্যসহ নানা দেশের ভুয়া পাসপোর্ট ও ভিসাসহ ভুয়া পাত্রীদের দেখিয়ে পাত্রপক্ষের কাছ থেকে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয়৷ এমনকি সাজানো বিয়ের পর টাকা পয়সা নিয়ে পাত্রী উধাও হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে৷ সেরকমই কয়েকটি একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রতারক চক্রের প্রধান ফারুক হোসেন ও কথিত পাত্রীসহ ৮ জনকে আটক করেছে শনিবার রাতে৷ তাদের কাছ থেকে জাল ভিসা এবং পাসপোর্টও উদ্ধার করা হয়েছে৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
বিদেশের ভুয়া পাসপোর্ট ও ভিসাসহ ভুয়া পাত্রীদের দেখিয়ে পাত্রপক্ষের কাছ থেকে কয়েক দফায় টাকা হাতিয়ে নেয়ছবি: DW

মাসুদুর রহমান জানান, এর আগেও তারা বেশ কয়েকটি প্রতারক চক্রের সদস্যদের আটক করেছেন৷ তারাও একইভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করেন৷ তিনি জানান তারা গত এক বছরে অন্তত ২০টি ভুয়া ম্যারেজ মিডিয়ার সদস্যদের আটক করেছেন৷ কিন্তু পরে তারা জামিনে ছাড়া পেয়ে একইভাবে প্রতারণা করেন৷ কারণ প্রতারণার বিরুদ্ধে আইন শক্ত নয়৷ আর সিটি কর্পোরেশনের একটি ট্রেড লাইসেন্স নিয়েই এই ব্যবসা করা যায়৷

ঢাকায় শতাধিক ম্যারেজ মিডিয়া থাকলেও ভালো বা মানসম্পন্ন ম্যারেজ মিডিয়ার সংখ্যা ৩০টির বেশি নয় বলে ডয়চে ভেলেকে জানান, ‘লগন' ম্যারেজ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রায়হান রুমি৷ তিনি দাবি করেন, তাঁদের প্রতিষ্ঠান এই সব প্রতারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ এবং প্রতারকদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্যও দিচ্ছে৷ তিনি আরও বলেন, পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন একটু ভালভাবে খেয়াল করলেই প্রতারণা বোঝা যায৷ যারা প্রতারণা করে, তারা বিজ্ঞাপনে ম্যারেজ মিডিয়ার নাম না দিয়ে শুধু মোবাইল ফোন নাম্বার দেয়৷ প্রবাসী উচ্চশিক্ষিত পাত্রীর জন্য কম শিক্ষিত, গ্রামের ছেলে এমনকি মাদ্রাসা পাশ পাত্র হলেও চলবে বলে জানায়৷ কৌশল হিসেবে পাত্রীকে ডিভোর্সি বা অন্য কোনো নেতবিাচকভাবে উপস্থাপন করে৷ জানায় বিয়ের পর পাত্রকে বিদেশে নিয়ে যাওয়া হবে৷ আর এতেই অনেকে প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারিত হন৷

Henna Hands and Bangles in the Thar Desert bangles; bride; celebration; design; dye; henna; hindu; india; marriage; married; saree; tattoo; tradition; adornment; art; asian; beautification; beautiful; beauty; color; colorant; cosmetic; culture; decoration; desert; embellish; fashion; fingers; floral; function; god; gold; hands; herbal; makeup; mehandi; muslim; offer; pakistan; prayer; receive; red; special; subcontinent; thumb; tribal; wedding; women
ম্যারেজ মিডিয়া যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্রই চায়ছবি: Fotolia/davidevison

রায়হান রুমি বলেন, বাংলাদেশের বেকার সমস্যা এবং দারিদ্র্যকে পুঁজি করে তারা৷ তারা বেকারদের বিয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার প্রলোভন দেখায়৷ তাঁর মতে, একটু সচেতন হলেই এ রকম প্রলোভনের ফাঁদ এড়ান যায়৷

তিনি বলেন, ভাল ম্যারেজ মিডিয়া যোগ্য পাত্রীর জন্য যোগ্য পাত্রই চায়৷ এরপর দুই পরিবারের মধ্যে সাক্ষাত্‍ ঘটানোই তাদের কাজ৷ তাদের মধ্যে মিল হলে বিয়ে হয়, নয়তো হয়না৷ আর বিয়ে হলে মিডিয়া একটি নির্দিষ্ট ফি নেয়৷ তাঁর মতে, ব্যস্ততার এই সময়ে ম্যারেজ মিডিয়া, অনলাইন ম্যারেজ মিডিয়া অপরিহার্য৷ তবে প্রতারণা বন্ধ করতে প্রয়োজন নীতিমালা এবং নজরদারি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য