1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংলাপের আশা নেই

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ নভেম্বর ২০১৩

সোমবার সকাল থেকে বাংলাদেশে আবারো বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দলীয় জোটের টানা তিন দিনের হরতাল শুরু হয়েছে৷ গত সপ্তাহের ৬০ ঘণ্টা হরতালের পর, সংলাপ শুরু হবে – এমন একটা ধারণা করা হচ্ছিল৷ কিন্তু সে আশা পূরণ হয়নি৷

https://p.dw.com/p/1AB5B
Activists of Bangladesh Jamaat-e-Islami party set fire to a bus after hearing the verdict for the trial of Ghulam Azam (unseen), the former head of Jamaat-e-Islami party, in Dhaka July 15, 2013. Bangladesh's war crimes tribunal convicted and sentenced Azam, 91, to life imprisonment on Monday, in the fifth such conviction since January, as violence broke out between police and his supporters across the country. Azam was found guilty on charges of planning, conspiracy, incitement and complicity to commit genocide and crimes against humanity during a 1971 war to break away from Pakistan, lawyers and tribunal officials said. REUTERS/Stringer (BANGLADESH - Tags: POLITICS CRIME LAW)
ছবি: Reuters

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে টেলিফোনে হরতাল প্রত্যাহার করে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন গত ২৬শে অক্টোবর৷ কিন্তু প্রধানমন্ত্রীর নির্দিষ্ট করা সময়ে সংলাপে না গিয়ে বিরোধী দল ২৭শে অক্টোবর থেকে টানা তিন দিনের হরতাল পালন করে৷ সেই হরতালের পর সংলাপের আশা করা হলেও, শেষ পর্যন্ত তা হয়নি৷ বরং দুই নেত্রীর ফোনালাপ এবং তা সংবাদমাধ্যমে প্রকাশ নিয়ে বিতর্ক করেই সময় কেটে গেছে৷ যার অনিবার্য পরিণতি আবারো তিন দিনের হরতাল৷

সোমবার হরতাল শুরুর আগেই রবিবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন যানবাহনে আগুন দেয়া হয়েছে৷ গভীর রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন জায়গায় ছোড়া হয়েছে ককটেল বোমা৷ বিআরটিসি-র দোতলা বাসসহ অন্তত ১০টি যানবাহনে আগুন ও ভাঙচুরের খবর পাওয়া গেছে৷ এদিকে এই হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পিছিয়ে গেছে৷ সোমবার এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল৷ এতে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী বিপাকে পড়েছে৷

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এবার হরতাল প্রত্যাহার না করলে সরকার আর বিরোধী দলের সঙ্গে সংলাপে বসবে না৷ তিনি বলেন, হরতাল আর সংলাপ একসঙ্গে হয় না৷ তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো হরতাল প্রত্যাহার করে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন৷

তবে এর জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সংলাপের নামে নাটক করছে৷ তিনি বলেন, সরকার আসলে সংলাপের নামে কৌশল করছে৷ তারা আলোচনার নামে সময় ক্ষেপণ করে একতরফা নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে৷ সরকারের এই নীলনক্সা প্রতিহত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই৷ তাঁর কথায়, সরকার যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব মেনে নিয়ে আলোচনা শুরু করতে চায় তাহলে বিরোধী দল আলোচনায় বসবে৷ নয়ত আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে৷

সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, সরকার ও বিরোধী দল এখন কার্যত যুদ্ধে নেমেছে৷ তাই সংলাপের আর কোনো সম্ভাবনা তিনি আপাতত দেখছেন না৷ সরকারি দল যেমন তাদের অধীনে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে, বিরোধী দলও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য মাঠে নেমেছে৷ তাঁর মতে, আলোচনা বাদ দিয়ে মাঠে সমাধান চাইলে তাতে সংঘাত-রক্তপাত অনিবার্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য