1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

৪ নভেম্বর ২০১৩

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ড্রোন আক্রমণ চালিয়ে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার সময়টা উপযুক্ত ছিল না৷ কাবুল সফররত মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দলকে তিনি এ কথা বলেন৷

https://p.dw.com/p/1AB6p
Pakistani Taliban chief Hakimullah Mehsud (C) sits with other militants in South Waziristan, in this file still image taken from video shot October 4, 2009 and released October 5, 2009. A U.S. drone strike in Pakistan killed Hakimullah Mehsud, the head of the Pakistani Taliban, on November 1, 2013, security sources told Reuters, the latest in a series of blows to Pakistan's most feared militant group. REUTERS/Reuters TV/Files (PAKISTAN - Tags: CIVIL UNREST OBITUARY)
ছবি: REUTERS/Reuters TV

শুক্রবার মার্কিন ড্রোন হামলায় মেহসুদ নিহত হওয়ার পর কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান৷ কেননা এমন এক সময়ে হামলাটি চালানো হয়েছে যখন পাকিস্তান সরকার তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টায় ছিল৷ ওয়াশিংটনের বিরুদ্ধে এই পদক্ষেপে পানি ঢালার অভিযোগ এনেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার৷ তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট কারজাই আশা করছেন, এর ফলে শান্তি আলোচনার উদ্যোগ বাধাগ্রস্ত হবে না৷

এদিকে, ড্রোন হামলার পর সোমবার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ উল্লেখ্য, পাকিস্তানে তালেবানের সহিংস কার্যক্রম কমাতে উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত মে মাসের নির্বাচনে জয়লাভ করেছিলেন শরিফ৷

Afghan President Hamid Karzai speaks during a joint press conference with NATO Secretary General Anders Fogh Rasmussen following a security handover ceremony at a military academy outside Kabul on June 18, 2013. Afghan forces took control of security across the country on June 18, marking a major milestone as US-led combat troops prepare to withdraw after 12 years of fighting the Taliban. Speaking at a military academy outside Kabul, President Hamid Karzai said the police and army were ready to take on insurgents, but a bomb in the city underlined persistent instability. AFP PHOTO/ SHAH Marai (Photo credit should read SHAH MARAI/AFP/Getty Images)
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, ড্রোন আক্রমণ চালিয়ে পাকিস্তানি তালেবান নেতা হাকিমুল্লাহ মেহসুদকে হত্যার সময়টা উপযুক্ত ছিল নাছবি: Shah Marai/AFP/Getty Images

ন্যাটো সরবরাহ পথ বন্ধের দাবি

ড্রোন হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরোধী দলগুলো আফগানিস্তানে থাকা ন্যাটো সদস্যদের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করতে পাকিস্তানে যে সড়ক রয়েছে সেটা বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছে৷ বিরোধী নেতা ইমরান খান ইতিমধ্যে জানিয়েছেন, উত্তরপশ্চিমের খাইবার পাখতুনখা রাজ্যে যেখানে তাঁর দল ক্ষমতায় সেখানে থাকা সড়ক বন্ধ করে দেয়া হবে৷ এর আগে ২০১২ সালে সাত মাসের জন্য ন্যাটো সরবরাহ পথ বন্ধ রেখেছিল পাকিস্তান৷

কিন্তু...

বিরোধীদের এই দাবি অনুযায়ী সরকার কতটা কড়া হতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷ কেননা কেবল গতমাসেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নওয়াজ শরিফকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ এবং সেসময়ই পাকিস্তানের জন্য মার্কিন সাহায্য হিসেবে ১.৬ বিলিয়ন ডলার ছাড় করা হয়৷ এর মধ্যে সামরিক সহায়তা রয়েছে ১.৩৮ বিলিয়ন ডলার৷

যা বলছে যুক্তরাষ্ট্র

মেহসুদ হত্যার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে তালেবানের সঙ্গে আলোচনার বিষয়টি পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু হতে পারে৷ তবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই দুই দেশের কৌশলগত সম্পর্কের একটা অংশ৷

তালেবানের নতুন নেতা

মেহসুদ নিহত হওয়ার পর পাকিস্তানি তালেবানের অস্থায়ী প্রধান নির্বাচিত হয়েছেন সংগঠনের সুপ্রিম কাউন্সিলের প্রধান শাহীন ভিটানি৷ তিনিই পরবর্তীতে স্থায়ী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে৷

জেডএইচ/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য