1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন পর্যটন

৫ নভেম্বর ২০১৩

এ এক নতুন পর্যটন৷ বেলুনে করে আপনাকে পৃথিবী থেকে ৩০ কিলোমিটার উপরে নিয়ে যাওয়া হবে৷ তারপর সেখানে রাখা হবে ঘণ্টা দুয়েক৷ পরে আবার সমতলে ফিরিয়ে আনা হবে৷ ২০১৬ সাল থেকে এটা শুরু হতে পারে৷

https://p.dw.com/p/1ABJN
Bristol Balloon Fiesta.Hot air balloons take to the sky during the Bristol Balloon Fiesta at Ashton Court, Bristol. Picture date: Friday August 10, 2007. Up to 100 balloons took part in this mornings launch from the Ashton Court Estate and flew over the city of Bristol. Photo credit should read: Anthony Devlin/PA Wire URN:4913882 +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

মার্কিন কোম্পানি ‘ওয়ার্ল্ড ভিউ এন্টারপ্রাইজেস' এই উদ্যোগ নিয়েছে৷ এজন্য একেকজন পর্যটককে ৭৫ হাজার ডলার দিয়ে টিকিট কিনতে হবে৷

বাহনটা দেখতে এরকম: পর্যটকরা থাকবেন ক্যাপসুলে৷ তার উপরে থাকবে বেলুন৷ আর এই দুইয়ের মাঝে থাকবে ‘প্যারাফয়েল' নামের একটি বস্তু, যেটা দেখতে অনেকটা প্যারাসুটের মতো৷

ক্যাপসুলে আটজনের জন্য জায়গা হবে৷ বেলুনে করে ৩০ কিলোমিটার উপরে যেতে সময় লাগবে দেড় ঘণ্টা৷ এরপর সেখানে দু ঘণ্টা সময় থাকবেন পর্যটকরা৷ তখন ক্যাপসুলের জানালা দিয়ে নীচে তাকানো যাবে৷ ওঠার সময়ও জানালা দিয়ে পুরো পথটুকুর অভিজ্ঞতা নেয়া যাবে৷ উপরে দু ঘণ্টা থাকার পর বেলুনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে৷ ফলে বাহনটি প্যারাফয়েলের সাহায্যে ২০ থেকে ৪০ মিনিটের মধ্যে নীচে নেমে আসবে৷

ওয়ার্ল্ড ভিউ এন্টারপ্রাইজেস এর মুখপাত্র ডেয়ানা উইলকে বার্তা সংস্থা ডিপিএ কে বলেছেন, ইতিমধ্যে কয়েকজন এই ট্যুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷

নাসার কন্ট্রাক্টর ‘প্যারাগন স্পেস ডেভেলপমেন্ট কর্পোরেশন' এই বাহনটি তৈরি করছে৷

স্পেস ট্যুরিজম

বাহনে করে এভাবে মহাকাশে পর্যটকদের নিয়ে যাওয়ার পরিকল্পনার খবর আগেও পাওয়া গেছে৷ যেমন ‘ভার্জিন গ্যালাকটিক' ও ‘স্পেস অ্যাডভেঞ্চারস লিমিটেড' যৌথভাবে একটি স্পেসক্রাফট তৈরি করছে, যেটা পর্যটকদের মহাকাশে নিয়ে যাবে৷ আগামী বছরের আগস্ট নাগাদ এটি চালু হতে পারে৷

জেডএইচ / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য