1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল বিশ্বকাপ ২০১৪

১৯ নভেম্বর ২০১৩

আজ মঙ্গলবার স্থির হবে, ইউরোপ থেকে বাদবাকি কোন চারটি দল ২০১৪ সালে ব্রাজিলে যাবার সুযোগ পাবে৷ শেষমেষ হয়ত রোনাল্ডো, ইব্রাহিমোভিচ অথবা রিবেরির মতো প্লেয়ারকে টিভি-তে বিশ্বকাপ দেখতে হতে পারে!

https://p.dw.com/p/1AKEp
FIFA 2014 World Cup Brazil football mascot, 'Fuleco' gestures to visitors at the official goods booth in the Tokyo International gift show on September 4, 2013. About 200,000 visitors are expected during the three day exhibition in which 2,500 companies are taking part. AFP PHOTO / TOSHIFUMI KITAMURA (Photo credit should read TOSHIFUMI KITAMURA/AFP/Getty Images)
ছবি: Toshifumi Kitamura/AFP/Getty Images

বিশ্বকাপ প্লে-অফে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৮২ মিনিটের মাথায় হেড করে পর্তুগালকে এক গোলে এগিয়ে দিয়েছেন বটে, কিন্তু সেকেন্ড লেগে স্লাটান ইব্রাহিমোভিচ তার সমুচিত জবাব দেবেন বলে সুইডেনের আশা৷

ফ্রান্সের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা: ইউক্রেনে গিয়ে ২-০ গোলে হেরে আসার পর কোচ দিদিয়ের দেশঁ-র দল স্টাড দ্য ফ্রঁস-এ ৩-০ গোলে জিততে পারবে কিনা, তা নিয়ে বাজি ধরতে বিশেষ কেউ রাজি নন৷ এমনকি ফরাসি দলে চলতি বছরের সেরা ইউরোপীয় ফুটবলার ফ্রংক রিবেরি থাকা সত্ত্বেও নয়৷

রোমানিয়া গ্রিসের মুখোমুখি হবে বুখারেস্টে৷ তারা ফার্স্ট লেগে পিরেউসে গিয়ে ৩-১ গোলে হেরে এসেছে বটে, কিন্তু একটি অ্যাওয়ে গোল হাতে থাকায় এখনও আশা করতে বাধা কি? আইসল্যান্ডও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফার্স্ট লেগে স্বদেশে ১-১ গোলে ড্র করার পর এবার জাগ্রেবে গিয়ে ১-১ গোলে ড্র করতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপে যেতে পারবে!

ইংল্যান্ড বনাম জার্মানিকে ‘ফ্রেন্ডলি' বলে কে?

মঙ্গলবারের ফ্রেন্ডলিগুলির মধ্যে ওয়েম্বলে-তে ইংল্যান্ড বনাম জার্মানি স্বভাবতই একটা ক্ল্যাসিক৷ ওদিকে ইংল্যান্ড গত শুক্রবারই অতিথিদেশ চিলির কাছে একটি ফ্রেন্ডলি-তে ২-০ গোলে হেরে বসে আছে৷ আরো ভাবা দরকার: ইংল্যান্ড শেষবার স্বদেশে জার্মানির বিরুদ্ধে জিতেছিল ১৯৭৫ সালে!

ইংল্যান্ডের ম্যানেজার রয় হজসন তো এবার জার্মান জাতীয় একাদশকে অন্যান্য দেশের পক্ষে প্রেরণার উৎস বলে অভিহিত করেছেন – বিশেষ করে জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ যেভাবে দলটির ‘‘যুবায়ন'' সম্পন্ন করেছেন, সে ব্যাপারে৷ হজসন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটকে বলেন: ‘‘জার্মান ফুটবল সমিতি জাতীয় দলের মুখাবয়ব বদলে এবং তরুণ প্লেয়ারদের উপর নির্ভর করে ও একটি শক্তিশালী খেলার ধরন চালু করে বিচক্ষণতার পরিচয় দিয়েছে, বলে আমার ধারণা৷''

অপরদিকে ল্যোভের প্রথম সমস্যা হলো, রেয়াল মাদ্রিদের স্ট্রাইকার সামি খেদিরা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে আগামী ছ'মাসের জন্য বাদ পড়ছেন৷ ল্যোভ স্বয়ং ক্যাপ্টেন ফিলিপ লাম, গোলরক্ষক মানুয়েল নয়ার এবং প্লেমেকার মেসুত ওয়েজিলকে রেস্ট দিচ্ছেন – অন্যান্য প্লেয়ারদের পিচে টেস্ট করাতে চান বলে৷ নয়ার না থাকার ফলে ডর্টমুন্ডের গোলকিপার রোমান ভাইডেনফেলার ৩৩ বছর বয়সে এই প্রথম জাতীয় দলের উর্দি গায়ে চড়িয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছেন৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য