1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিবাসী বান্ধব গ্রাম

জন লরেনসেন, প্যারিস/এআই২১ ডিসেম্বর ২০১৩

রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা প্রায়ই ইউরোপে ঢোকার তাগিদে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দেন৷ কিন্তু ইউরোপের সীমানায় তাদের সচরাচর কেউই স্বাগত জানায় না৷ ইটালির একটি ছোট্ট গ্রাম এক্ষেত্রে ব্যতিক্রম৷

https://p.dw.com/p/1AduV
Malta Gerettete Bootsflüchtlinge 12.10.2013
ছবি: Reuters

ইটালির উত্তরাঞ্চলে উপকূলের কাছে অবস্থিত রিয়াচে গ্রাম৷ এক সকালে গিয়ে দেখা গেলো, গ্রামের রাস্তা ধরে দু'টি গাধা আবর্জনা ফেলার বাক্স টেনে নিয়ে যাচ্ছে৷ পরিবেশবান্ধব উপায়ে এভাবেই এখানে ময়লা সংগ্রহ করা হয়৷ পেছনে আছেন দুই ব্যক্তি৷ একজন ইটালীয়, নাম রোমানো৷ তাঁর পূর্বসূরিরা সমুদ্রতট থেকে পাঁচ কিলোমিটার দূরে এই গ্রামটি তৈরি করেন৷ মূলত জলদস্যুদের কাছ থেকে নিরাপদ থাকতে এই দূরত্ব বেছে নেয়া হয়৷ সেটা অবশ্য হাজার বছর আগের কথা৷

অনেক ইটালীয় সমুদ্র পথে আসা শরণার্থীদের হুমকি মনে করে৷ এমনকি অভিবাসীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ রিয়াচে গ্রাম এক্ষেত্রে ব্যতিক্রম৷ রোমানোর সঙ্গে আছেন ডানিয়েল৷ ৩২ বছর বয়সি এই অভিবাসী এসেছেন ঘানা থেকে৷ রিয়াচেতে বসবাসরত তিনশো অভিবাসীর একজন তিনি৷ সাকুল্যে গ্রামটিতে জনসংখ্যা ১,৭০০৷

এই গ্রামের বাসিন্দারা অভিবাসীদের ভালোবাসেন৷ ভালোবাসার পেছনে অবশ্য বিশেষ কারণও আছে৷ ইটালির কালাব্রিয়া অঞ্চলের অর্থনীতি মাফিয়া আক্রান্ত৷ তাই সুযোগ পেলেই এখানকার তরুণ-যুবারা এলাকা ত্যাগ করেন৷ রিয়াচে গ্রামের সেই শূন্যস্থান পূরণ করেন অভিবাসীরা৷ এখানকার মেয়র ডোমেনিকো লুকানো স্বীকার করলেন সেকথা৷ তিনি বলেন, ‘‘অভিবাসীরা আসার আগে গ্রামের অনেক ভবন খালি ছিল৷ গ্রামটি ক্রমেই ভূতুড়ে এলাকায় পরিণত হচ্ছিল৷ কিন্তু আমরা অভিবাসীদের সহায়তায় এটি আবার গড়েছি৷ গ্রামের স্কুলটিও চালু আছে৷''

ডোমেনিকো লুকানো মনে করেন, অভিবাসীরা অনেক গুরুত্বপূর্ণ – কেননা তারা সেসব কাজ করে, যা ইটালীয়রা আর করতে চায় না৷

রিয়াচের স্থানীয় বয়োজ্যেষ্ঠরা অবশ্য অভিবাসীদের সম্পর্কে সরাসরি মন্তব্য করতে রাজি নন৷ তবে যুবক বয়সি এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘এটা অত্যন্ত সুন্দর ব্যাপার৷ রিয়াচেতে এখন অনেক মানুষ৷ আগে এটা খালি ছিল৷'' সামগ্রিকভাবে অভিবাসীদের প্রতি ইতিবাচক গ্রামের বাসিন্দাদের মধ্যে খানিকটা খেদ অবশ্য আছে৷ গ্রামের ঐতিহ্য রক্ষায় অভিবাসীদের আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন কেউ কেউ৷

বলাবাহুল্য, ইটালিতে রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা সরকারি ভাতাও পেয়ে থাকেন৷ এই ভাতা রিয়াচের অর্থনীতিকে পরোক্ষভাবে সহায়তা করছে৷ কেননা অভিবাসীরা নিত্য ব্যবহার্য জিনিসপত্র কেনায় টাকা খরচ করছেন৷ ফলে অভিবাসীদের অবস্থান তাদের জন্য যেমন উপকারী, তেমনি রিয়াচের জন্যও তা গুরুত্বপূর্ণ৷ মেয়র লুকানো যেমনটা বললেন, ‘‘পৃথিবীর দরিদ্রতম মানুষেরা রিয়াচেকে রক্ষা করবে আর আমরা রক্ষা করবো তাদের৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য