1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘যুদ্ধ চায় না রাশিয়া'

৩ মার্চ ২০১৪

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না৷ তবে উত্তেজনা প্রশমনের লক্ষণ নেই৷ সীমান্তে সাঁজোয়া গাড়ির বহর নামিয়েছে রাশিয়া৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চীন তাদের পাশে রয়েছে৷

https://p.dw.com/p/1BIVg
Russland Ukraine Soldaten
ছবি: Sean Gallup/Getty Images

সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ লাভরভ জানান, ইউক্রেনের বিষয়ে রাশিয়ার পদক্ষেপে চীনেরও সমর্থন রয়েছে৷ তাঁর মতে, টেলিফোনে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ইউক্রেন বিষয়ে চীন রাশিয়ার মতামতের সঙ্গে মোটামুটি একমত৷

এর আগে ইউক্রেনে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের অপসারণের পর ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া৷ ইউক্রেনের রুশ ভাষাভাষীদের নিরাপত্তার জন্য সামরিক অভিযানের অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ৷ বিশ্বনেতৃবৃন্দের মধ্যে উদ্বেগ দেখা দেয়৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এমন পদক্ষেপ থেকে দূরে থাকার অনুরোধ জানান৷ জবাবে পুটিন বলেন, ইউক্রেনের রুশ ভাষাভাষীদের নিরাপত্তা রক্ষা করা রাশিয়ারও দায়িত্ব৷

কিয়েভে রাশিয়াবিরাধী বিক্ষোভ
ছবি: DW/L. Grischko

ওবামার সঙ্গে পুটিনের টেলিফোন সংলাপের পরও ইউক্রেনের বিষয়ে আগের অবস্থান থেকে সরেনি রাশিয়া৷ সীমান্তে এখনো দেড় লক্ষের মতো সেনা সদস্য রয়েছে৷ এছাড়া ক্রাইমিয়ার পাশের একটি সংকীর্ণ জলপ্রবাহের তীরে রাশিয়া সাঁজোয়া গাড়িও নিয়ে এসেছে বলে জানা গেছে৷ ইউক্রেনের এক সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করলেও সাঁজোয়া গাড়ির সংখ্যা সম্পর্কে তিনি কিছু বলেননি৷

সীমান্তে সেনা মোতায়েন বা সাঁজোয়া গাড়ির বহর নিয়ে যাওয়াকে শুধু রুশ ভাষাভাষী ইউক্রেনীয়দের নিরাপত্তার জন্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন বলেছেন, ‘‘রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চায় না৷ আমি মনে করি, রাশিয়ার কোনো মানুষই এ যুদ্ধ চায় না৷''

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য