1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোট দেবেন যেভাবে

আরাফাতুল ইসলাম৩ এপ্রিল ২০১৪

ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ডের ভোট গ্রহণ চলছে এখন৷ বাংলা ভাষার ছয় প্রতিযোগী বিশ্বের অন্য ১৩টি ভাষার প্রতিযোগীর সঙ্গে লড়ছে প্রতিযোগিতায়৷ আসুন জানা যাক এই আসরে ভোট দেয়ার উপায়৷

https://p.dw.com/p/1BaLK
Deutsche Welle The Bobs 2014
ছবি: DW

ডয়চে ভেলের দ্য বব্স প্রতিযোগিতার ওয়েব ঠিকানা: www.thebobs.com/bengali

আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে তাই প্রথমেই সাইটটি ভিজিট করতে হবে৷ দ্য বব্স সাইটের উপরের মূল ব্যানারের ডানদিকে রয়েছে ডিডাব্লিউ, ফেসবুক, টুইটার, ওপেন আইডি এবং ভিকন্টাক্টে বাটন৷ এগুলোর কোনো একটি সেবা ব্যবহার করে ওয়েবসাইটে লগ-ইন করুন৷

লগ-ইন করার করার পর মূল ব্যনারের নিচেই পাবেন ‘বাছাই করুন' ঘর৷ এখানে ক্লিক প্রতিযোগিতার ক্যাটেগরি বাছাই করতে পারেন৷ বাংলা ভাষার প্রতিযোগীরা ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে রয়েছে৷ এছাড়া ভাষাভিত্তিক ‘পিপলস চয়েস: বাংলা' ক্যাটেগরিতেও রয়েছে বাংলা অনলাইন উদ্যোগ৷ এই ঘরে ক্যাটেগরি বাছাই করার পর ডান দিকে থাকা ‘মনোনীতদের একজনকে বেছে নিন' লেখার উপরে ক্লিক করুন৷ এখানে পাবেন বিভিন্ন মনোনীত প্রার্থীর তালিকা৷ আপনার পছন্দের প্রার্থীকে এখানে বাছাই করার পর চাপুন ‘ভোট দিন' বোতাম৷

ভোট দেয়ার পর আপনি সেই তথ্য শেয়ার করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ প্রোফাইলে৷ খেয়াল রাখবেন একটি ‘লগ-ইন' অ্যাকাউন্ট থেকে প্রতিটি ক্যাটেগরিতে প্রতি ২৪ ঘণ্টায় একবার ভোট দেয়া যায়৷

বাংলা ভাষার আন্তর্জাতিক প্রতিযোগিতারা

আগের বছরের মতো এবারও ছয়টি আন্তর্জাতিক ক্যাটেগরিতে অন্য ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে বাংলা ভাষার ছয় প্রতিযোগী৷ এগুলো হচ্ছে বেস্ট ব্লগ ক্যাটেগরিতে মুক্ত-মনা ব্লগ, সেরা উদ্ভাবনে বাংলা ব্রেইল প্রকল্প, সেরা সোশ্যাল অ্যাক্টিভিজমে গণজাগরণ মঞ্চ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সে রাসেল পারভেজের ব্লগ, গ্লোবাল মিডিয়া ফোরামে উইমেন চ্যাপ্টার এবং সবচেয়ে সৃজনশীল এবং মৌলিক ক্যাটেগরিতে রয়েছে সার্চ ইঞ্জিন পিপীলিকা৷ এছাড়া ‘‘পিপলস' চয়েস বাংলা'' ক্যাটেগরিতে রয়েছে পাঁচটি বাংলা অনলাইন উদ্যোগ৷

ভোট দেয়া যাবে সাত মে পর্যন্ত

আগামী সাত মে পর্যন্ত আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন আপনি৷ সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রতিযোগী ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে বিবচিত হবেন৷ দ্য বব্স এর ‘জুরি' এবং ‘পিপলস চয়েস' অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৭ই মে৷ জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের আগামী জুন মাসে বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে আমন্ত্রণ জানানো হবে৷ ৩০শে জুন সেই ফোরামে একটি অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য