1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মঞ্চের পক্ষে-বিপক্ষে আলোচনা

৯ এপ্রিল ২০১৪

গণজাগরণ মঞ্চ নিয়ে আলোচনা চলছেই৷ ছাত্রলীগসহ পাঁচটি সংগঠন মনে করে মঞ্চে ভাঙন ধরেছে এবং এর জন্য ইমরান এইচ সরকার দায়ী৷ তবে ইমরান বলেছেন, মঞ্চে কোনো ভাঙন দেখা দেয়নি৷

https://p.dw.com/p/1BeKg
ছবি: DW/M. Mamun

এরই মধ্যে মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন ইমরান এইচ সরকার ও কয়েকটি ছাত্র সংগঠনের নেতা৷ ঐ টক শোতে নিয়েও ব্লগ আর ফেসবুকে চলছে আলোচনা৷ অনেকে টক শোর একটি আংশিক ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করেছেন৷ সুশান্ত দাস গুপ্ত ক্লিপটি শেয়ার করে লিখেছেন, ‘‘কি যে অবস্থা! এই ক্লিপ দেখার পর আশা করি কোনটা চান্দা আর কোনটা অনুদান – এই নিয়ে কারো প্রশ্ন থাকবে না৷ এরপরও যদি কারো সন্দেহ থাকে আমার কথা একটাই – অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েন নারে ভাই৷'' ঐ ক্লিপে ইমরান এইচ সরকার ও টক শো পরিচালনাকারীর কথপোকথনের একটা অংশও স্ট্যাটাসে লিখেছেন সুশান্ত৷ এতে দেখা যাচ্ছে ইমরান এইচ সরকার টাকার হিসাব রাখা প্রশ্নে পরিষ্কার উত্তর দিতে পারছেন না৷

সুশান্তর এই স্ট্যাটাসের নীচে মন্তব্যের ঘরে কুলদা রায় লিখেছেন, ‘‘আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন সুশান্ত৷ এটাকে অপব্যাখ্যা বলে৷ পুরো সাক্ষাৎকারটা আমি দেখেছি৷ বাপ্যাদিত্য এবং সোহাগ সাহেবই (টকশোতে উপস্থিত ছাত্রনেতা) ধরা খেয়েছেন৷''

মন্তব্যের ঘরে ‘বাংলার সেবক' নামে একজন ভিডিওটির পুরো লিংক শেয়ার করেছেন৷ তবে মুস্তফা গোলাম জানতে চেয়েছেন, ‘‘এই ভিডিওতে কিছু কিছু সময় ডিস্টর্টেড করা হয়েছে কেন?'' অবশ্য এই একই ভিডিও দেখে বনিউম এইচ টুটুল সুশান্তকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘আপনাকে ভণ্ড মনে হচ্ছে৷ পুরো ভিডিওটি দেখার পর মনে হচ্ছে আপনি নিজের স্বার্থ অনুযায়ী সেটা ম্যানিপিউলেট করেছেন৷ আমাদের আপনার মতো এমন ভণ্ড ‘চেতনাধারী' প্রয়োজন নেই৷''

এদিকে ফেসবুকে সুলতানা রহমান লিখেছেন, ‘‘বঙ্গবন্ধু জীবনে কোনোদিন কোনো অর্থ উপার্জনকারী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না৷ (পড়ুন অসমাপ্ত আত্মজীবনী)৷ বর্তমানে অধিকাংশ রাজনীতিবিদেরই দৃশ্যমান অর্থ উপার্জনকারী কর্মকাণ্ড নেই, এবং তা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যাথাও নেই৷ কোনোদিন কেউ কোনো রাজনীতিবিদকে ডেকে জিজ্ঞেস করার সাহস রাখেন না – ভাই আপনি কিছু করেন না তাহলে চলেন কিভাবে? খান পরেন কিভাবে? বিলাস বহুল বাড়িটি আসলো কোথা থেকে? সংসার চলে কিভাবে? ব্যাংকে কত টাকা সঞ্চিত আছে? অনুদান হিসেবে কে আপনাকে কত টাকা দিয়েছে তার হিসেব কি আছে আপনারর কাছে? এই সব প্রশ্ন আমরা খুব সহজে করতে পারি ইমরান এইচ সরকারকে৷ এখানেই আমাদের স্বার্থকতা৷''

একই বিষয় নিয়ে সামহয়্যার ইন ব্লগে মোস্তাকিন ‘‘কোথায় গেলো সুশীল তরুণ সমাজ!!!?'' এবং ইমতিয়াজ ইমন ‘‘ইমরান এইচ সরকারের প্রতি'' শীর্ষক পোস্ট দিয়েছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য