1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেন নিয়ে নরম সুর

৮ মে ২০১৪

রাশিয়া, ইউক্রেনের সরকার, পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী – সব পক্ষই সংলাপ ও আপোশের ইঙ্গিত দিচ্ছে৷ জার্মানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে৷

https://p.dw.com/p/1Bvc1
Bildergalerie Ostukraine 06.05.2014 Slowjansk
ছবি: Vasily Maximov/AFP/Getty Images

ইউক্রেন সংকটের ক্ষেত্রে মস্কোর সুর আচমকা নরম হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার মস্কোয় নিরাপত্তা ও সহযোগিতা সংগঠন ওএসসিই-র প্রধান দিদিয়ে বুর্কহাল্টার-এর সঙ্গে বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশপন্থি বিদ্রোহীদের স্বাধীনতার প্রশ্নে আগামী রবিবার পরিকল্পিত গণভোট আয়োজন এই মুহূর্তে মুলতুবি রাখার ডাক দিয়েছেন৷ বিদ্রোহীরা অবশ্য জানিয়ে দিয়েছে, যে দুটি প্রদেশে গণভোট অনুষ্ঠিত হবে৷ সেইসঙ্গে পুটিন এও জানিয়েছেন যে, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সৈন্য প্রত্যাহার করা হয়েছে৷ প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, মস্কো চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মেনে নিতে প্রস্তুত৷ তবে তার আগে দেশের পূর্বাঞ্চলে সামরিক অভিযান বন্ধ করতে হবে৷ সেইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংলাপের পূর্বশর্তও জুড়ে দিয়েছে রুশ সরকার৷

সংকট কাটাতে সংলাপের কথা বলছে ইউক্রেনের সরকার ও পূবের বিচ্ছিন্নতাবাদীরাও৷ তবে সরাসরি ‘সন্ত্রাসবাদী'-দের সঙ্গে নয়, পূর্বাঞ্চলের রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চায় কিয়েভ সরকার৷ তবে সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালু থাকবে৷ এদিকে এক বিচ্ছিন্নতাবাদী নেতা রুশ টেলিভিশনে বলেছেন, তাঁরাও ইউক্রেনের সরকারের সঙ্গে আলোচনায় আগ্রহী৷

ইউক্রেন সংকটের ক্ষেত্রে পুটিনের সাম্প্রতিক গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার৷ তবে মস্কোয় যা আলোচনা হয়েছে, অবিলম্বে তা কার্যকর করা প্রয়োজন৷ স্টাইনমায়ার আরও বলেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বটে, তবে আরও হিংসা এড়াতে ও ইউক্রেনের পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ যাতে পুরোপুরি হারিয়ে না যায়, তা নিশ্চিত করার সময় এখনো ফুরিয়ে যায়নি৷

Ukraine Krise Putin TV Auftritt 17.04.2014
ইউক্রেন দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কিনা, পুটিনের সর্বশেষ বক্তব্য সত্ত্বেও তা নিয়ে সংশয় রয়ে গেছেছবি: Reuters/Alexei Nikolskyi/RIA Novosti

ক্রাইমিয়া আগেই হাতছাড়া হয়ে গেছে৷ রুশপন্থি বিদ্রোহীদের তৎপরতার ফলে শেষ পর্যন্ত ইউক্রেন এবার দ্বিধাবিভক্ত হয়ে পড়ে কিনা, পুটিনের সর্বশেষ বক্তব্য সত্ত্বেও তা নিয়ে সংশয় রয়ে গেছে৷ এক সমীক্ষা অনুযায়ী ইউক্রেনের সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় রাখতে আগ্রহী৷ এমনকি পূর্বাঞ্চলের রুশ ভাষাভাষী মানুষের মধ্যেও প্রায় ৫৮ শতাংশ দেশ বিভাজনের বিপক্ষে৷ ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ সেন্টার গত ৫ থেকে ২৩শে এপ্রিল এই সমীক্ষা পরিচালনা করেছিল৷

এমন এক দিনেও উত্তেজনা পুরোপুরি কাটেনি৷ পুটিন ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের কথা বললেও ন্যাটোর প্রধান আন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, তিনি তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না৷ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে ‘অন্ধ' হিসেবে বর্ণনা করেছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য