1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনের পূর্বাঞ্চলে গণভোট

১১ মে ২০১৪

পশ্চিমা বিশ্বের বিরোধিতা সত্ত্বেও রবিবার ইউক্রেনের দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলে স্বশাসন বিষয়ে গণভোটের আয়োজন করে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা৷ কিয়েভ এই ভোটাভুটিকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছে৷

https://p.dw.com/p/1Bxp2
Ost Ukraine Referendum 11.5.2014
ছবি: Reuters

ইউক্রেনের পূর্বাঞ্চলের দখল নেয়া বিচ্ছিন্নতবাদীরা দাবি করছে, রবিবার গণভোটে বিপুল সাড়া পাওয়া গেছে৷ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বিচ্ছিন্নতাবাদীদের নির্বাচন কমিশনের প্রধান রোমান লেগিনের বরাতে জানিয়েছে, গণভোটে ভোটারদের উপস্থিতি শুধু বেশিই নয়, ব্যাপক৷

তবে পশ্চিমা সমর্থিত কিয়েভের অন্তর্বর্তী প্রশাসন বিচ্ছিন্নতাবাদীদের এই দাবি নাকচ করে দিয়েছে৷ তারা গণভোটকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে জানিয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের অনেক জায়গাতে ভোটাভুটিই হচ্ছে না৷

Ost Ukraine Referendum 11.5.2014
দোনেৎস্ক অঞ্চলের একটি ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ভিড়ছবি: Reuters

রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এই অঞ্চলকে ইউক্রেন থেকে আলাদা করে ফেলতে চান৷ আর সেজন্য জনগণের মতামত নিতে গণভোট৷ ভোটে ‘হ্যাঁ' জয়ী হলে এই অঞ্চল নিয়ন্ত্রণের দায়িত্ব পুরোপুরি চলে যাবে রাশিয়াপন্থিদের হাতে৷ ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনভ তাই আগেই ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোট ইউক্রেনকে ধ্বংস করে দেবে৷

দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলে গণভোট

রবিবারের বিতর্কিত এবং তড়িঘড়ি করে আয়োজিত গণভোটে বিচ্ছিন্নতাবাদীরা দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলের বাসিন্দাদের একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র গঠনের পক্ষে ভোট দেয়ার দাবি জানায়৷ বিদ্রোহীরা সম্প্রতি এই অঞ্চলের সরকারি ভবনগুলো দখল করে নিয়েছে৷

এই গণভোটকে অবশ্য কিয়েভ এবং পশ্চিমা শক্তিগুলো স্বীকৃতি দেয়নি৷ ইউক্রেনের প্রেসিডেন্ট বরং মনে করেন মস্কো এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের স্বার্থ রক্ষায় কাজ করছে পূর্বাঞ্চলে অবস্থানরত ‘সন্ত্রাসীরা'৷ আর স্থানীয় জনগণ তাদের সেই কাজ করার সুযোগ করে দিচ্ছে৷

Ukraine - Referendum der Seperatisten
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনভ বলেছেন, ‘হ্যাঁ’ ভোট ইউক্রেনকে ধ্বংস করে দেবেছবি: DW

এদিকে মার্কিন পররাষ্ট্রদপ্তর জানিয়েছে, ওয়াশিংটন এই ‘‘অবৈধ গণভোটের ফলাফল গ্রহণ করবে না৷'' পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ‘‘ইউক্রেনে আরো বিভাজন এবং বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে ভোটাভুটি করা হচ্ছে৷''

নিষেধাজ্ঞা বাড়তে পারে

ইউক্রেনের পূর্বাঞ্চলের গণভোটকে কেন্দ্র করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো বাড়াতে পারে ইউরোপীয় ইউনিয়ন৷ সোমবার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷ ইউরোপীয় কমিশনের সদস্য ইয়ানুস লেভানডস্কি এই বিষয়ে বলেন, ১৫ জনের মতো ব্যক্তি এবং বিভিন্ন ইউক্রেনীয় প্রতিষ্ঠানের ক্রাইমিয়ার শাখা, যেগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে৷

উল্লেখ্য, আগামী ২৫ মে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা৷ তবে কোন কারণে এই নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো বাড়ানো হবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷

এআই/জেডএইচ (এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য