1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর, ম্যানগ্রোভ অরণ্য, কোরাল রিফ

ইওয়ানা গটশালক/এসি১৭ মে ২০১৪

কেনিয়ার মিডা ক্রিক উপহৃদ আর তার সামনের খোলা সমুদ্রের মধ্যে রয়েছে এক কোরাল রিফ৷ এই ম্যানগ্রোভ অরণ্যকে সাগরের ঢেউ থেকে বাঁচাচ্ছে কোরাল রিফ৷ আবার সেই কোরাল রিফকে মাটি ধুয়ে আসা বালি থেকে রক্ষা করছে ম্যানগ্রোভ অরণ্য৷

https://p.dw.com/p/1C19b
কেনিয়ার মিডা ক্রিক উপহৃদছবি: imago

এরই নাম প্রকৃতির ভারসাম্য৷ কিন্তু মানুষ তার কতটা বোঝে? মিডা ক্রিকের মৎস্যশিকারি কাতানা গোনা৷ বাড়িতে তাঁর অপেক্ষায় রয়েছেন কাতানার তিন স্ত্রী ও ২৬টি সন্তান৷ অথচ জালে আগের মতো মাছ উঠছে না৷ কাতানার ভাষ্যে:

‘‘আগে আমরা নৌকা নিয়ে বেরিয়ে ৫০ থেকে ৬০ কিলো মাছ ধরতাম৷ তা বেচে আমার পরিবারের স্বচ্ছন্দে তিন-চারদিন কেটে যেত৷ আজকাল সারাদিন মাছ ধরে বড়জোর তিন বা চার কিলো মাছ হয়৷ মাঝে মাঝে তাও নয়৷''

অন্য জেলেরা সূক্ষ্ম বুনোটের জাল দিয়ে সব কচি মাছ তুলে ফেলেছে৷ মিডা ক্রিক আসলে উপহৃদ, জোয়ারের সময় সাগরের পানির সঙ্গেও পর্যাপ্ত পরিমাণ মাছ ঢোকে না৷ আজ যেমন কাতানার জালে শুধু একটিমাত্র মাছ পড়েছে৷ সেটিও আবার বিষাক্ত মাছ৷

মিডা ক্রিকের সামনেই খোলা সমুদ্র, যার ঢেউয়ের প্রকোপ থেকে উপহৃদকে বাঁচায় একটি কোরাল রিফ বা প্রবাল শৈলশিরা৷ বেঞ্জামিন কাউবার্ন ও তাঁর সঙ্গীটি কাজ করেন ‘আ রশা' নামধারী একটি আন্তর্জাতিক পরিবেশ সংগঠনের হয়ে৷ প্রবালগুলির পরিস্থিতি ও উপহৃদে কী পরিমাণ মাছ আছে, তাই নিয়ে তাদের গবেষণা৷ বেঞ্জামিন বলেন:

‘‘দু'টি হ্যাবিট্যাট পরস্পরের সঙ্গে পরিপূর্ণভাবে যুক্ত৷ মাছ ছোট থাকার সময় হ্রদের জলে থাকে, পরে বড় হয়ে প্রবাল শৈলশিরার দিকে চলে যায়৷ এছাড়া এমন সব প্রজাতির মাছও আছে, যারা ভিন্ন ভিন্ন সময়ে রিফ ও হৃদে তাদের খাবারের খোঁজ করে৷ কাজেই ও দুটি পরিবেশ সম্পূর্ণভাবে পরস্পরের সঙ্গে জড়িত এবং তাদের একটি অন্তর্হিত হলে, অন্যটিও ক্ষতিগ্রস্ত হবে৷''

কয়েক মাস যাবৎ গবেষকরা কোরাল রিফ-এর কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছেন৷ কোরাল রিফ আর মিডা ক্রিক লাগুন যে পরস্পরের উপর কতটা নির্ভরশীল, অধিকাংশ উপকূলবাসীর তা জানা নেই৷ সেই কারণে কাছাকাছি গ্রামগুলোর শিশুদের ইতিমধ্যেই পরিবেশ সম্পর্কে ক্লাস করানো হচ্ছে৷ শিক্ষক স্ট্যানলি বায়া মিডা ক্রিক ও কোরাল রিফের সংযোগসূত্রটি বোঝাতে গিয়ে বলেন:

‘‘এখানে একটা ভারসাম্য আছে; এই পরিবেশ প্রণালীর প্রতিটি অঙ্গ অপর অংশগুলির উপর নির্ভর৷ ম্যানগ্রোভ অরণ্যকে ক্ষয়ের হাত থেকে বাঁচাচ্ছে প্রবাল শৈলশিরা৷ সেই ম্যানগ্রোভ গাছগুলো আবার কোরাল রিফ-কে রক্ষা করছে৷ কেননা বর্ষায় মাটি ধুয়ে যে বালি এসে পড়ে, ম্যানগ্রোভ গাছগুলোর ঠেসমূল তাকে ধরে রাখছে, কাজেই সে বালি প্রবাল অবধি পৌঁছাতে পারছে না৷''

ভাটায় নানা ধরণের স্পঞ্জ, স্টারফিশ ও কাঁকড়া দেখা – এমনকি ধরাও যায়৷ এভাবেই ছোটরা তাদের নিজেদের উত্তরাধিকার, তাদের নিজেদের সম্পদকে রক্ষা করতে শেখে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য