1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যোটে নয়, অর্থনৈতিক ভাষা

সাবিনে ডামাশকে/আরবি২৩ জুন ২০১৪

বিদেশি ভাষা হিসাবে জার্মান ভাষা শেখার ধুম পড়েছে বিশ্বজুড়ে৷ বিশেষ করে নিত্যদিনের ও অর্থনৈতিক ভাষার চাহিদা বাড়ছে৷ তাই জার্মানভাষার শিক্ষকরা এখন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন৷ গ্যোটে ইন্সটিউটগুলি প্রস্তুত হচ্ছে৷

https://p.dw.com/p/1CNXI
Indien - Neu Delhi - Goethe-Institut
ছবি: picture-alliance/dpa/dpaweb

৮০-এর দশকে ইনগ্রিড ক্যোস্টার যখন ভারতে জার্মান সাংস্কৃতিক কেন্দ্র গ্যোটে ইন্সটিটিউটে জার্মান পড়াতেন, তখন পাঠ্যসূচিতে জার্মান সাহিত্য বাধ্যতামূলক ছিল৷ গ্যোটে, শিলার, কান্ট সম্পর্কে মূল ভাষায় পড়তে হতো অগ্রবর্তী কোর্সগুলিতে৷

শিক্ষার্থীদের সময় কম

‘‘আজ আমাদের কোর্সে অংশগ্রহণকারীদের সময় কম৷ তাঁরা জার্মানিতে প্রাকটিক্যাল ক্লাস কিংবা এক সেমিস্টার পড়তে চান অথবা ব্যবসায়ী সহযোগীর সঙ্গে যোগাযোগ করতে চান৷'' বলেন বর্তমানে মিউনিখের গ্যোটে ইন্সটিটিউটের পরিচালক ইনগ্রিড ক্যোস্টার৷

জার্মান সাহিত্য ও দর্শনের পরিবর্তে দৈনন্দিন জীবনের ভাষা ও নিজ নিজ পেশা সম্পর্কিত শব্দ শিখতে চান শিক্ষার্থীরা৷ ‘‘এই বিষয়টির প্রতি আমাদের শিক্ষকদের লক্ষ্য রাখতে হয়৷ বর্তমানের চলতি ভাষায় দখল থাকতে হয়৷ এক্ষেত্রে নতুন মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ৷'' বলেন শিক্ষাবিদ ক্যোস্টার৷

গ্যোটে ইন্সটিটিউটগুলি জার্মান ভাষা শিক্ষকদের এ ব্যাপারে প্রস্তুত করার চেষ্টা করছে৷ এই লক্ষ্যে ‘গ্র্যুনে প্রোগ্রাম' নামে একটি ট্রেনিং প্রোগ্রাম তৈরি করা হয়েছে৷ অন্যান্য কয়েকটি দেশের সাথে ভারতেও পরীক্ষমূলকভাবে চালানো হচ্ছে এই কর্মসূচি৷ এই বছরের শেষ নাগাদ নিয়মিত চালু করা হবে কোর্সটি৷

সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

২০০৩ সাল থেকে আজ পর্যন্ত জার্মান ভাষা শিক্ষার্থীর সংখ্যা ৬০ শতাংশ বেড়ে গিয়েছে৷ এখন সারা বিশ্বে গ্যোটে ইন্সটিটিউটগুলিতে সবমিলিয়ে ২২০,০০০ শিক্ষার্থী জার্মান শিখছেন৷

শিক্ষা বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার সবচেয়ে বড় জার্মান প্রতিষ্ঠান ডিএএডি৷ বলা বাহুল্য, এই প্রবণতা লক্ষ্য করেছে তারাও৷ প্রতিষ্ঠানটি ২০১৩ সালে ৫০,০০০-এরও বেশি বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের ছাত্র বিনিময় কর্মসূচির আওতায় সহায়তা দিয়েছে৷ আগের বছরের তুলনায় ছয় শতাংশ বেশি৷ অধিকাংশই নিজ দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশে আসার প্রস্তুতি হিসাবে জার্মান কোর্সে অংশ নেন৷ বেশ কয়েক বছর ধরে ডিএএডি জার্মান শিক্ষকদের নিজস্ব কর্মসূচির আওতায় প্রশিক্ষণ দিচ্ছে৷

চাহিদার পরিবর্তন

জার্মান শিক্ষার্থীদের চাহিদার পরিবর্তন হচ্ছে, বলেন উরসুলা পেইন্টনার৷ ডিএএডি-তে ‘বিদেশি ভাষা হিসাবে জার্মান ভাষা' বিভাগের পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি৷ ‘‘আমাদের কোর্সে এমন সব শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যাঁরা স্কুলে মূলত ইংরেজি শিখেছেন৷ জার্মান মোটেও জানেন না৷'' এ জন্য বিভিন্ন স্তরের ভাষাক্লাস থাকা উচিত৷ আজকের শিক্ষার্থীরা যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের বিষয়ের ভাষা, যেমন ইঞ্জিনিয়ারিং ও অর্থনীতিবিষয়ক ভাষা শিখতে আগ্রহী৷

এই প্রবণতাটা বিশেষ করে চীনে লক্ষ্য করা যায়৷ জানান উরসুলা পেইন্টনার৷ দেশটিতে জার্মান ইঞ্জিনিয়ার, গাড়ির শিল্পকারখানা এবং উন্নতমানের যন্ত্রপাতির অত্যন্ত সুনাম রয়েছে৷

বিভিন্ন মতামত

‘‘আমার জন্য এটা স্পষ্ট ছিল যে, হবু ইঞ্জিনিয়ার হিসাবে জার্মানিতে পড়াশোনা করতে হবে৷'' বলেন চাও হে৷ আখেন শহরে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ ডক্টরেট করছেন তিনি৷ জার্মানির ২৫,০০০ চীনা শিক্ষার্থীর মধ্যে চাও হে একজন৷ ‘‘জার্মান কোর্সে দৈনন্দিন জীবনের ভাষা কিছুটা আয়ত্ত করতে পারলেও কারিগরি ও বিজ্ঞানের ভাষা এখনও বেশ কঠিন মনে হয়৷'' জানান হে৷

অন্যদিকে ব্রাজিল থেকে আসা ভিক্টর স্ট্রাজেরি-র ধারণা ভিন্নরকম৷ তাঁর মতে, পর্তুগিজ ও জার্মান ভাষার মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়৷‘‘কিন্তু তরুণ জার্মানরা কিভাবে কথা বলেন, চিন্তা করেন, এ সব জার্মান কোর্সে তুলে ধরা হয় না৷'' কিছুটা সমালোচনার সুরে বলেন ২৮ বছর বয়সি এই তরুণ৷ কয়েক মাস ধরে বার্লিনে সমাজবিজ্ঞানে ডক্টরেট করছেন তিনি৷ ‘‘তাঁরা রীতিনীতি নিয়ে মাথা ঘামান না৷ আমি যা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি খোলামেলা৷'' বলেন ভিক্টর৷ দৈনন্দিন জীবনের আধুনিক জার্মান ভাষা ও বিষয়ভিত্তিক ভাষা অল্প সময়ের মধ্যে শিখতে চান ভাষাশিক্ষার্থীরা৷

ভাষাটা দ্রুত শিখতে চান

‘‘গ্রিসে জার্মান ভাষা শিখতে আমার কাছে অনেকে আসেন, যাঁরা ভাষাটা একেবারেই জানেন না, কিন্তু জার্মানিতে কাজ করতে চান৷ তাঁরা কয়েক সপ্তাহের মধ্যে ভাষা শিখতে চান, যা মোটেও বাস্তবসম্মত নয়৷'' কোনো ভাষা শিখতে হলে অন্তত দুই বছর নিয়মিত ক্লাস করা প্রয়োজন৷

শিক্ষক সংকটের দরুণ গ্রিসের স্কুলগুলিতে জার্মান শিক্ষার হার বেশ কমে যাচ্ছিল৷ অন্যান্য দেশেও অনেকটা একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল৷ ধীরে ধীরে বাতাসটা উল্টোমুখী হচ্ছে৷ লক্ষ্য করেছেন ইনগ্রিড ক্যোস্টার৷

শক্তিশালী অর্থনীতি, উন্নতমানের গাড়ি ও যন্ত্রপাতি ইত্যাদি কারণে জার্মানির সুনাম বিশ্বজোড়া৷ এছাড়া ফুটবল খেলা তো রয়েছেই৷ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল জার্মান ভাষা শেখার আগ্রহ আরো বাড়িয়ে দেবে বলে আশা করেন ক্যোস্টার৷ এই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল ২০০৬ সালেও৷ সেই সময় বিশ্বকাপ ফুটবলের স্বাগতিক দেশ হিসাবে জার্মানি ব্যাপক খ্যাতি অর্জন করেছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য