1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নির্বাচন ত্রুটিপূর্ণ’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৯ জুলাই ২০১৪

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, ‘বাংলাদেশে ৫ই জানুয়ারির সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিল৷’ তিনি সেনেট পররাষ্ট্র সম্পর্ক কমিটির সামনে বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা তুলে ধরেছেন৷

https://p.dw.com/p/1CfFD
Bangladesch Gewalt Wahl Jamaat-e-Islami Nationalist Party BNP Aktivisten
ছবি: Reuters

শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র মনোনীত নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট এই বক্তব্যের কথা জানানো হয়৷ বার্নিকাট ড্যান মজিনার স্থলাভিষিক্ত হবেন৷

বার্নিকাট বলেন, ‘‘৫ই জানুয়ারির সংসদীয় নির্বাচন নিঃসন্দেহে ত্রুটিপূর্ণ ছিলো এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জরুরি ভিত্তিতে গঠনমূলক সংলাপে অংশগ্রহণ করা দরকার, যা আরো প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের দিকে এগিয়ে যাবে৷’’

শুনানিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ, রাজনৈতিক সহিংসতা ও নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বার্নিকাট৷ তাঁর নিয়োগ চূড়ান্ত হলে বাংলাদেশে জবাবদিহিতার প্রসার এবং মানবাধিকার ও গণতন্ত্র শক্তিশালী করার প্রচেষ্টায় সহযোগিতা করতে কঠিন পরিশ্রম করার অঙ্গীকার করেন তিনি৷

যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশে শ্রম অধিকার ও কর্মক্ষেত্রের নিরাপত্তা এখনো অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ সব বিষয়ে কাজ করার অঙ্গীকার করেন বার্নিকাট৷ তিনি বলেন, রানা প্লাজা ধস বা তাজরীন ফ্যাশানস-এ অগ্নিকাণ্ডের মতো হৃদয়বিদারক ঘটনা আর যাতে না ঘটে, সেটা বাংলাদেশিদের নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ৷ যুক্তরাষ্ট্র ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সহায়তায় বাংলাদেশ তার পোশাক খাতের রূপান্তরে এগিয়ে যাচ্ছে৷

তিনি বলেন, ‘‘জনসংখ্যার বিচারে বিশ্বের অষ্টম বৃহত্তম ও তৃতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ তার নমনীয়, ধর্মনিরপেক্ষ ও বহুতাত্ত্বিক ঐতিহ্যের জন্য সুপরিচিত৷ প্রতি বছর প্রায় ৬ শতাংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ একটি মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে৷ প্রবৃদ্ধির পথে এগিয়ে চলা ভারত ও সদ্য উন্মুক্ত হতে চলা মিয়ানমারের মাঝে কৌশলগত অবস্থানে অবস্থিত বাংলাদেশ৷ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মধ্য সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে উপযুক্ত অবস্থানে আছে দেশটি৷
তিনি সমুদ্রসীমার নিরাপত্তা, শান্তিরক্ষা, সন্ত্রাস প্রতিরোধ এবং মাদক ও অস্ত্র পাচার মোকাবিলাসহ নিরাপত্তা জোরদার ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তার কথা বলেন৷

নিয়োগ চূড়ান্ত হলে হলে সরকার, সুশীল সমাজসহ সব শ্রেণির বাংলাদেশির সঙ্গে কাজ করার মাধ্যমে বিস্তৃত ও ন্যায়সঙ্গত অংশগ্রহণকে উৎসাহিত করে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে করার কথা জানান সেনেট কমিটিকে জানান বার্নিকাট৷ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য