1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপে আইএস-এর ভিডিও

২২ আগস্ট ২০১৪

মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ পশ্চিমি দুনিয়াকে সক্রিয় করে তুলেছে৷ ফ্রান্সের কাছে যা নাইন-ইলেভেন যাবৎ ‘‘সর্বাপেক্ষা গুরুতর আন্তর্জাতিক পরিস্থিতি’’, জার্মানি সেই সংকটজনক পরিস্থিতিতে কুর্দদের অস্ত্র দেওয়ার কথা ভাবছে৷

https://p.dw.com/p/1Cyl2
James Foley Journalist Reporter
ছবি: picture-alliance/dpa

ফলির ঘাতকের ইংরিজি শুনলে মনে হয়, সে যুক্তরাজ্য থেকে আগত৷ শুধু এই সন্দেহই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ছুটি কাটানো বন্ধ রেখে লন্ডনে ফিরতে হয়েছে৷ কিভাবে ‘ইসলামিক স্টেট' আন্দোলনের মোকাবিলা করা যায়, তা নিয়ে আলেচনার জন্য তিনি একটি জরুরি বৈঠক ডাকছেন৷

James Foley Journalist Reporter Libyen
মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরশ্ছেদ পশ্চিমি দুনিয়াকে সক্রিয় করে তুলেছেছবি: dapd

তবে তার চাইতেও বড় খবর সম্ভবত এই যে, জার্মানি এবার কুর্দি বা কুর্দদের অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করতে প্রস্তুত, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার রিপোর্টারদের সে'রকম কথাই বলেছেন৷ জার্মানি প্রথমে হেলমেট, নাইট ভিশন গগল্স, এক্সপ্লোসিভ ডিটেক্টর ইত্যাদি পাঠাবে – সেই সঙ্গে অপরাপর ইউরোপীয় সহযোগীদের সঙ্গে ভেবে দেখা হবে, আর কী ধরনের অস্ত্র পাঠানো যেতে পারে৷

বুধবার রাত্রে ইটালি আভাস দেয় যে, তারাও কুর্দদের মেশিন-গান, ট্যাংক-বিধ্বংসী রকেট ইত্যাদি দিতে চলেছে৷ ফ্রান্স তো ইতিপূর্বেই ঘোষণা করেছে যে, তারা কুর্দ যোদ্ধাদের অস্ত্র দেবে৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ বলেছেন, আইএস-এর বিরুদ্ধে একটি ‘‘গ্লোবাল স্ট্র্যাটেজি'' প্রয়োজন৷ বলতে কি, মার্কিন সাংবাদিক জেমস ফলির মর্মান্তিক মৃত্যু সারা বিশ্বে একই প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে: বিস্ময়, বিমূঢ়তা, ঘৃণা৷

Jemen Demonstration in Sanaa 18.08.2014
জার্মানি এবার কুর্দি বা কুর্দদের অস্ত্র দেওয়ার কথা বিবেচনা করতে প্রস্তুতছবি: Reuters

ফরাসি প্রধানমন্ত্রী লরঁ ফাবিউস বলেছেন, এই ‘‘ন্যক্কারজনক হত্যাকাণ্ড'' থেকে ‘‘বর্বরতার খলিফাৎ''-এর আসল মূর্তিটি চেনা যায়৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ফলির হত্যাকাণ্ডকে ‘‘বর্বরোচিত'' বলে বর্ণনা করেছেন৷ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড আইএস-এর ‘ক্যাটালগ অফ বার্বারিটি' বা ‘বর্বরতার ফিরিস্তি'-র কথা বলেছেন৷

একটি বস্তু অবোধ্য থেকে যাচ্ছে৷ সেটি হলো এই যে, জার্মান উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার বুধবার ফলি-হত্যাকাণ্ড সম্পর্কে এ রকম খোলাখুলি একটি মন্তব্য করলেন কেন এবং কিভাবে: ম্যুলার কাতারের বিরুদ্ধে আইএস জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করেন৷ দ্বিতীয় সরকারি জার্মান টেলিভিশন চ্যানেল জেডডিএফ-এর সাক্ষাৎকারে ম্যুলারকে ফলি হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা হলে, ম্যুলার বলেন:

James Foley Journalist Reporter Libyen
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার ফলির হত্যাকাণ্ডকে ‘‘বর্বরোচিত'' বলে বর্ণনা করেছেনছবি: dapd

‘‘এ ধরনের সংঘাত, এ ধরনের সংকটের সর্বক্ষেত্রেই একটা ইতিহাস থাকে....আইএস সৈন্যরা, তাদের অস্ত্রশস্ত্র – এরা সবাই ‘হারানো সন্তান', এদের মধ্যে কিছু-কিছু আবার ইরাক থেকে৷ কাজেই প্রশ্ন উঠতে বাধ্য, কারা এই আইএস সৈন্যদের অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে৷ এক্ষেত্রে যে নামটি এসে পড়বে, সেটি হলো কাতার৷ এ ধরনের রাজ্য ও জনগণের সঙ্গে কী ধরনের রাজনৈতিক আদান-প্রদান থাকা প্রয়োজন?''

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য