1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিমানের শব্দে হৃদরোগ?

৩ সেপ্টেম্বর ২০১৪

রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেল প্রচণ্ড শব্দে৷ আপনি চমকে উঠলেন৷ শব্দটি ছিল বিমানের৷ আপনি যদি হৃদরোগে আক্রান্ত হন, তবে এই শব্দ আপনার জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে৷ এমনটাই কিন্তু বলছেন গবেষকরা৷

https://p.dw.com/p/1D5QU
Saudi-Arabien Fluggesellschaft Saudi Arabian Airlines mit Airbus A330-300
ছবি: picture-alliance/dpa

জার্মানির মাইনৎস বিশ্ববিদ্যালয় ৬০ জন রোগীর উপর এ গবেষণা করেছেন৷ এঁরা প্রত্যেকেই রাতের বেলায় একেবারে নিরিবিলি পরিবেশে ঘুমাতে অভ্যস্ত৷ এঁদের সবার বাড়িতে গবেষকরা এমন একটি যন্ত্র রেখেছিলেন যেটাতে বিমান ওড়ার আওয়াজ হয়৷ প্রতি রাত্রে ৬০টি বিমান ওড়ার শব্দ শোনানো হয়, যাদের শব্দের মাত্রা ৪৬ ডেসিবেল৷ এটা কোনো বিমানের জন্য নিম্ন মাত্রার আওয়াজ৷

২০১৩ সালের একটি গবেষণার পরিপ্রেক্ষিতে এটা করা হয়েছে৷ নতুন গবেষণায় দেখা গেছে, বিমানের এই শব্দ রক্ত কণিকার ক্ষতি সাধন করে, রক্তচাপ বৃদ্ধির ঝুঁকি বাড়িয়ে দেয়, হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়৷

Australische Hilfe aus der Luft für die kurdischen Kämfer in Nordirak
বিমানের শব্দ রক্তচাপ বৃদ্ধি, হার্ট অ্যাটাক ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়ছবি: Reuters

গবেষণায় আরো দেখা গেছে, যাঁরা এরই মধ্যে হৃদরোগে আক্রান্ত তাঁদের ঝুঁকি এক্ষেত্রে অনেক বেশি৷ এর আগের গবেষণাটি করা হয়েছিল যাঁরা দিনের বেশিরভাগ সময় আওয়াজ বা শব্দের মধ্যে কাটায় – তাঁদের নিয়ে৷ মাইনৎস বিশ্ববিদ্যালয় ফ্রাংকফুর্ট বিমানবন্দরের কাছে হওয়ায় এই গবেষণাটি করেছেন গবেষকরা৷ ফ্রাংকফুর্ট কর্তৃপক্ষ এ কারণেই হয়ত তৃতীয় একটি টার্মিনাল নির্মাণের অনুমতি চেয়েছেন৷ শুধু তাই নয়, কীভাবে বিমানের শব্দ কমানো যায় – তা নিয়ে এরই মধ্যে চিন্তাভাবনা শুরু করেছেন জার্মানির বিমান কর্তৃপক্ষ৷

এপিবি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য