1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জেএমবি-কে অভয়ারণ্য দিতে চান মমতা’

২৭ অক্টোবর ২০১৪

নিষিদ্ধ জঙ্গি সংগঠন (জেএমবি) পশ্চিমবঙ্গকে তাদের ‘নিরাপদ ঘাঁটিতে’ পরিণত করে সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিরাট এক জঙ্গি ছক তৈরি করছিল বলে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন৷

https://p.dw.com/p/1Dcax
Bangladesh Bus Gefängnis
ছবি: Reuters

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম-এ এক প্রতিবেদনে আরো জানানো হয়েছে যে, এর মধ্যে বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দুই দলের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার পরিকল্পনাও ছিল৷

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশে পাঠানো হবে বলে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন৷ গত ২রা অক্টোবর বর্ধমানে বিস্ফোরণের ঘটনার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) অনুসন্ধানে পশ্চিমবঙ্গে ৫৮টি জঙ্গি ঘাঁটির সন্ধান পাওয়ার তথ্যও ওই প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশকে জানানো হবে৷ ভারতীয় কর্মকর্তারা বলছেন, এনআইএ এবং গোয়েন্দা সংস্থা ‘র' ও ইন্টেলিজেন্স ব্যুরোর সরবরাহ করা তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷

বর্ধমান বিস্ফোরণ, দুই নেত্রীকে হত্যা হুমকি এবং জেএমবি নিয়ে বেশ আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

বিডিনিউজের এই খবরটি অনেকেই শেয়ার করেছেন টুইটারে৷

শহীদুল ইসলাম মিন্টু বর্ধমান বিস্ফোরণে জেএমবি-র সংশ্লিষ্টতা সংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেছেন৷

বাংলাদেশের দৈনিক পত্রিকা প্রথম আলো প্রতিবেদন করেছে বর্ধমান বিস্ফোরণ তদন্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গঠনের বিষয়টি নিয়ে৷

ভারতের এক অনলাইন পত্রিকার সাংবাদিক প্রদীপ ঠাকুর টুইটারে লিখেছেন, ‘ধর্মনিরপেক্ষ' মমতা ব্যানার্জি জেএমবিতে অভয়ারণ্য দিতে চান, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে৷

নতুন দিল্লির আর এক পত্রিকার সম্পাদক গৌরব সি সাওয়ান্ত টুইটারে লিখেছেন বাংলাদেশ সরকারের কাছে জেএমবি সংক্রান্ত যেসব তথ্য রয়েছে তা ভারতের সাথে বিনিময় করবে৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য