1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপকে গ্যাস দেবে না রাশিয়া

৪ ডিসেম্বর ২০১৪

গাসপ্রমের পরিকল্পিত কৃষ্ণসাগর থেকে ইউরোপকে সংযোগকারী ‘সাউথ স্ট্রিম’ নামের নতুন গ্যাস পাইপলাইনের নির্মাণ প্রকল্প বন্ধ ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷ পরিবর্তীত প্রকল্প করা হয়েছে তুরস্কের সাথে৷

https://p.dw.com/p/1Dyn9
Bulgarien South Stream Pipeline
ছবি: ANDREJ ISAKOVIC/AFP/Getty Images

তুরস্ক সফরের সময় সোমবার এই ঘোষণা দেন পুটিন৷ দক্ষিণ-পূর্ব ইউরোপে এই প্রকল্প বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ব্রাসেলসের কারণে এই প্রকল্প করা সম্ভব নয়৷ ৯ ডিসেম্বর সাউথ স্ট্রিম নিয়ে বৈঠকে বসবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা৷ গাসপ্রম এরই মধ্যে জানিয়ে দিয়েছে কৃষ্ণসাগর হয়ে তুরস্কের মধ্য দিয়ে সাউথ স্ট্রিম প্রকল্পের জন্য চুক্তি সই হয়েছে৷ রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানিকারক দেশের মধ্যে জার্মানির পর তুরস্কের অবস্থান৷ জার্মানি রাশিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে৷ ইউরোপীয় নেতারা গাসপ্রমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানিয়েছে, আগের প্রকল্প শেষ, আর কিছুই বলার নেই৷

Putin bei Erdogan 01.12.2014
তুরস্ক সফরের সময় পুটিনছবি: picture-alliance/AA/V. Furuncu

ইউক্রেনকে হয়ে কৃষ্ণসাগর এবং বুলগেরিয়া হয়ে ইউরোপের পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা ছিল রাশিয়ার৷ এ নিয়ে কিছু প্রশ্ন সবার মনেই আসতে পারে, সেগুলোর উত্তর জানার চেষ্টা করেছে সংবাদ সংস্থা ডিপিএ৷

প্রশ্ন: ইউরোপের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এই সাউথ স্ট্রিম বন্ধ হওয়াটা কী প্রভাব ফেলবে?

উত্তর: রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ করবে না এটা সবার ধারণার বাইরে৷ কেননা মস্কোর অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম এটি৷ সাউথ স্ট্রিম দিয়ে বছরে ৬৩ বিলিয়ন ঘনমিটার গ্যাস ইউরোপকে দেয়ার কথা রাশিয়া, যা এখন তুরস্ক দেবে ‘ব্লু স্ট্রিম' পাইপলাইন দিয়ে৷ ব্লু স্ট্রিম ১৪ বিলিয়ন ঘনমিটার গ্যাস দিতে পারবে৷ বাকিটা গ্রিস হয়ে ইউরোপের বাজারে ঢুকবে৷ এছাড়া অনেকটা গ্যাস ইউক্রেন থেকেও আসবে৷ তবে এ জন্য কিয়েভের পাইপলাইনে আধুনিকীকরণের প্রয়োজন রয়েছে৷ তবে এই গ্যাসের বিকল্প তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বেশ ব্যয়বহুল৷

প্রশ্ন: কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

উত্তর: সাউথ স্ট্রিম প্রকল্প অনুযায়ী বুলগেরিয়ার মধ্য দিয়েই পাইপলাইনটি ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করার কথা৷ পুটিন জানিয়েছেন, এই লাইন বন্ধ হয়ে গেলে প্রতি বছর ট্রানজিট ফি হিসেবে ৪০০ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত হবে বুলগেরিয়া৷

প্রশ্ন: পুটিন কেন সাউথ স্ট্রিম বন্ধ করছেন?

উত্তর: বিশ্লেষকরা অবশ্য বরাবরই সাউথ স্ট্রিম প্রকল্পের সমালোচনা করে আসছিলেন৷ এই প্রকল্পকে তারা বিশেষ ভূ রাজনৈতিক প্রকল্প হিসেবেই চিহ্নিত করেছেন সবসময়৷

প্রশ্ন: এটা কি রাশিয়ার জন্য একটা পরাজয়?

উত্তর: রাশিয়া এরই মধ্যে এশিয়ায় গ্যাস সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন, বিশেষ করে চীনে৷ তবে এর জন্য নতুন পাইপলাইন নির্মাণ করতে হবে এবং রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে একে আরো নাজুক করবে বলে মনে করা হচ্ছে৷

প্রশ্ন: ইউক্রেনের জন্য কি এটা একটা বিজয়?

উত্তর: ইউক্রেন বরাবরই সাউথ স্ট্রিমের বিরোধী ছিল৷ কিয়েভ এরই মধ্যে গ্যাস ট্রানজিটের শেয়ার হারিয়েছে৷ একেবারে শুরুতে বাল্টিক সাগর হয়ে ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ করার কথা ছিল সাউথ স্ট্রিমের৷ ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেছেন, সাউথ স্ট্রিমকে বাদ দিয়ে নিজেদের পাইপলাইনগুলোর সংস্খার করাই এখন ইউত্রেনের প্রধান লক্ষ্য৷

ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানি গ্যাসের সরবরাহ পাইপলাইন দিয়ে আসে রাশিয়া থেকে৷ পূর্ব ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশের প্রায় শতভাগ জ্বালানি গ্যাসের সরবরাহ আসে গাসপ্রমের কাছ থেকে৷

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য