1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব ঐতিহ্যের মর্যাদা হারালো ড্রেসডেন

২৯ জুন ২০০৯

জার্মানির ঐতিহাসিক এলবে উপত্যকার সৌন্দর্য হানিকর বিতর্কিত একটি সেতু নির্মাণের উদ্যোগের জন্য দেশটির ড্রেসডেন নগরীকে বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ দিয়েছে ইউনেস্কো৷

https://p.dw.com/p/Id4f
ছবি: AP

১৯৭২ সালে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য তালিকা করার পর থেকে কোনো কিছুকে এই মর্যাদাচ্যুত করার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো৷

অনেক কর্মকর্তা এঘটনার পর নগরীর সুনাম ও পর্যটন আয় কমে আসবে বলে মনে করলেও সম্প্রতি এক জরিপ বলছে, এর অধিবাসীরা বিষয়টি আমলে নিচ্ছে না৷ জরিপে অংশ নেওয়া ৫০ শতাংশেরও বেশি মানুষ মনে করছে, এতে কিছু যায় আসে না৷

২০০৪ সালে ড্রেসডেন ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়৷ নদীর সৌন্দর্য সংরক্ষণের স্বীকৃতির জন্য শহরটিকে এ মর্যাদা দেওয়া হয়৷ পরের বছর ২০০৫ সালে এলবেতে সেতু বানানের প্রস্তাব করা হলে বিতর্কের সৃষ্টি হয়৷

Dresdner Elbtal bleibt vorerst auf UNESCO-Liste
২০০৫ সালে এলবেতে সেতু বানানের প্রস্তাব করা হলে বিতর্কের সৃষ্টি হয়ছবি: picture-alliance/ dpa

শহর কর্তৃপক্ষকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছিল যে, প্রস্তাব মোতাবেক সেতু নির্মাণ হলে তাতে শহরের সৌন্দর্য নষ্ট হবে৷ তবে নগর পরিকল্পনাকারীরা ওই নকশা অনুযায়ী সেতু নির্মাণের পক্ষে যুক্তি দেন৷ তারা বলেন, নগরীর পরিবহন সুবিধার জন্য ওই নকশাতেই সেতু করতে হবে৷

এ নিয়ে পক্ষে -বিপক্ষে বহু যুক্তিতর্ক হয়েছে, হয়েছে বিক্ষোভ-সমাবেশও৷ শেষমেষ কিছুতেই কিছু আর হলো না৷

সারাবিশ্বে তাজমহল থেকে শুরু করে গ্র্যান্ড ক্যানিয়নসহ মোট ৮৭৮ টির মতো ওয়ার্ল্ড হেরিটেজ আছে৷ ড্রেসডনসহ জার্মানিতে ছিল ৩৩ টি৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন, সম্পাদনা: আবদুস সাত্তার