1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন সাবেক দুই উপদেষ্টা মইনুল ও মতিন

৩ জুলাই ২০০৯

তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারাগারে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা করেছিলেন তখনকার উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেনও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল মতিন৷

https://p.dw.com/p/Igj5
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Picture-alliance/dpa

শেখ হাসিনার তখনকার ব্যক্তিগত চিকিৎসক এবং বর্তমান উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এ তথ্য দিয়ে বলেছেন, সরকারের উচিৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া৷

সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত সপ্তাহান্তে প্রথম জনসমক্ষে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার কথা বলেন৷ তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাগারে থাকাকালে তাকে হত্যার চেষ্টা করা হয়৷ বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল সাজেদা চৌধুরীর বক্তব্যকে সমর্থন করেন৷ আর বৃহস্পতিবার ঢাকায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল মতিন তাকে হত্যার ষড়যন্ত্র করেছেন৷

ডা. সৈয়দ মোদাচ্ছের তখন শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োজিত ছিলেন৷ তিনি বলেন, শেখ হাসিনাকে আর্সেনিক জাতীয় বিষ প্রয়োগ করা হয়েছিল৷ আর এতে সহায়তা করেছিলেন তৎকালীন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও ডিআইজি প্রিজন্স মেজর শামসুল হায়দার সিদ্দিকী৷ শেখ হাসিনাকে হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে কেন প্রশাসনিক বা আইনগত ব্যবস্থার প্রশ্নে ডা. সৈয়দ মোদাচ্ছের বলেন, তিনি তখনই মামলা করতে চেয়েছিলেন৷ এখন সরকার সিদ্ধান্ত নেবেন৷ ডা. সৈয়দ মোদাচ্ছের আরো বলেন, বিএনপির শাসনামলেও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল৷ আর নেপথ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন