1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল খেলায় বাজি ধরায় গ্রেপ্তার

২৩ নভেম্বর ২০০৯

ফুটবল খেলায় বাজি ধরার জন্য নয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইটালির পুলিশ৷ সোমবার পুলিশ সংবাদ মাধ্যমেকে এই তথ্য জানায়৷

https://p.dw.com/p/Kdr4
বাজি ধরে ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকে অনেক দর্শকছবি: AP

পুলিশ বলছে, ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত এই নয় ব্যক্তি বিভিন্ন ফুটবল খেলায় বাজি ধরেছে৷ সুসংগঠিত অপরাধকর্ম এবং খেলায় কারচুপির সঙ্গে এরা জড়িত বলে উল্লেখ করা হয়েছে৷ যাদের ধরা হয়েছে, তারা ফুটবল জগতের বেশ নামকরা ব্যক্তি৷ তাদের মধ্যে রয়েছেন থার্ড ডিভিসন ফুটবল দল পোটেনজার সভাপতি জুসেপে পস্টিলিয়নে৷ আর একটি দলের ক্রীড়া প্রধানও গ্রেপ্তার হয়েছেন৷

উদাহরণ হিসাবে বলা হচ্ছে, ২০০৮ সালে ম্যাচ ফিক্সিং করে পস্টিলিয়নে ৮৬ হাজার ইউরো বাগিয়ে নেন৷ পোটেনজার পাবলিক প্রসিকিউটর জোভান্নি কোলানজেলো ম্যাচ ফিক্সিং-এর কথা স্বীকার করেন৷

ঘটনা সত্য হলে এটি গেল তিন বছরে ইটালিতে একই ধরণের দ্বিতীয় ঘটনা৷ এদিকে, ইউরোপের ফুটবল মাঠে ম্যাচ ফিক্সিং-এর ব্যাপক অভিযোগ নিয়ে তদন্ত চলেছে জার্মানিতে৷

প্রতিবেদকঃ ঝুমুর বারী

সম্পাদনাঃ আব্দুল্লাহ আল-ফারূক