1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খ্রিষ্টীয় ধর্মাবলম্বী মানুষের জন্য পবিত্রতম দিন - ‘বড়দিন’

২৫ ডিসেম্বর ২০০৯

এই দিনই বেথলেহামে জন্মগ্রহণ করেন যীশু খ্রীষ্ট৷ তাই দেশ-বিদেশ থেকে আসা হাজারো খ্রীষ্টান একত্রিত হন এ শহরে৷ ক্রিসমাস ট্রি, আলোর রোশনাই আর ঔপনিবেশিক ঢঙের স্টকল্যান্ড-স্কাউট এবং ব্যান্ড পার্টি’র সঙ্গীতে সেজে ওঠে বেথলেহেম৷

https://p.dw.com/p/LDEv
ভ্যাটিকানের ঐতিহ্যবাহী মধ্যরাত-প্রার্থনায় পোপ ষোড়শ বেনেডিক্টছবি: AP

রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই বেজে ওঠে ঘন্টা৷ শীর্ষ স্থানীয় রোমান ক্যাথলিক যাজকরা রাত ১২টার সময় সমবেতভাবে প্রর্থনা করেন জর্ডনের পশ্চিম তীরের পবিত্র এই নগরীতে৷ সেখানে জেরুসালেমের ল্যাটিন পেট্রেয়ার্ক ফুয়াদ ত্বাল তাঁর ভাষণে বলেন, ‘‘যতোদিন পর্যন্ত এই মাটিতে ইসরায়েলী দখলদারিত্ব থাকবে, ততোদিন পর্যন্ত এখানে তর্জন-গর্জন থাকবে, হুমকি থাকবে, আশঙ্কা থাকবে৷ থাকবে শান্তির অভাব, স্বাধীনতার অভাব৷ আমরা এ অবস্থার ইতি দেখতে চাই৷ আমরা চাই মানুষে-মানুষে বিশ্বাস৷ চাই একে অপরের প্রতি আরো বেশি সম্ভ্রম, মর্যাদা এবং শান্তি৷''

যীশু খ্রীষ্ট-এর জন্মদিন উপলক্ষ্যে বেথলেমে প্রায় ১৫ হাজার মানুষের সমাবেশ ঘটে এদিন৷ তবে অধিকাংশ পর্যটক শুধুমাত্র একটি দিন বেথলেহেমে অতিবাহিত করার কারণে, এতে শহরের অর্থনৈতিক কাঠামোর বিশেষ কোন পরিবর্তন প্রত্যক্ষ করা যায় নি বলে জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ তাদের কথায়, সারা দিন বেথলেহেমে কাটানোর পর, পর্যটকরা ইসরায়েলে রাত্রিযাপন করে থাকেন৷

এদিকে, বৃহস্পতিবার রাতে ভ্যাটিকানের ঐতিহ্যবাহী মধ্যরাত-প্রার্থনার উদ্বোধন করেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ কনকনে শীতের রাত৷ কিন্তু তার মধ্যেও, হাজার হাজার খ্রিষ্টীয় ধর্মাবলম্বী যোগ দেন সেন্ট পিটার্স ব্যাসিলিকার মধ্যেরাতের প্রার্থনাসভায়৷ সেইন্ট পিটার্স চত্ত্বরের সামনে বিশাল ভিডিও-স্ক্রিনের মাধ্যমে বাইরে দাঁড়িয়েই তারা অনুধাবন করেন শান্তির বাণী৷

পোপের অসুস্থতার কারণেই, অন্যান্যবারের থেকে এ বছর প্রায় দু-ঘন্টা আগে শুরু হয় এই অনুষ্ঠান৷ পোপ ষোড়শ বেনেডিক্ট-এর মুখপাত্র ফেডেরুকো লোমবার্ডি জানান, ‘‘এর ফলে পোপ কয়েক ঘন্টা বেশি বিশ্রাম নিতে পারবেন৷''

কিন্তু পোপ ব্যাসিলিকায় প্রবেশের মুখেই, এক মহিলা নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পোপ-কে পেছন থেকে ধাক্কা মারে৷ ৮২ বছর বয়স্ক পোপ ষোড়শ বেনেডিক্ট সঙ্গে সঙ্গে পড়ে গেলেও, নিরাপত্তা রক্ষীরা তাঁকে ধরে ফেলে এবং কোন রকম অঘটন থেকে বেঁচে যান পোপ৷ কিন্তু, পোপ-কে সঙ্গ দিতে আসা ৮৭ বছর বয়স্ক এক ফরাসী কার্ডিনাল আঘাত পান৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এবং সেই মহিলাটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে৷

এমন একটি দিনে এহেন একটা ঘটনা, স্বাভাবিকভাবেই পোপ-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে৷ ঘটনাটি ভ্যাটিকান-এর ভেতরে ঘটায়, সেখানকার পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর৷

Horst Köhler
জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোয়েলারছবি: AP

অন্যদিকে, প্রতি বছরের মত এবারও জার্মান প্রেসিডেন্ট হর্স্ট ক্যোয়েলার তাঁর বড়দিনের বার্তায় সর্বসাধারণের মঙ্গল কামনা করেছেন৷ বার্লিন প্রাচীরের ২০ বছর পূর্তী'কে স্মরণ করে জার্মানিকে গণতন্ত্রে বিশ্বাসী একটি দেশ ও জাতি হিসেবে তুলে ধরেছেন তিনি৷ এছাড়া, ক্যোয়েলার স্মরণ করেছেন ২০০৯ সালে ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার কথা৷ মনে করেছেন মিউনিখ শহরের মেট্রো স্টেশনে প্রাণ দেওয়া সেই তরুণের কথাও৷ ধন্যবাদ জ্ঞাপন করেছেন আফগানিস্তানে কার্যরত জার্মান সেনাদের৷ শুধু তাই নয়, বিশ্বব্যাপী অর্থ সংকট ও তার ক্ষতিকর ফল নিয়ে সবার উদ্বেগের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন ক্যোয়েলার৷ আর ভবিষ্যতে জীবনধারণের মান উন্নয়নের জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট৷

প্রতিবেদক : দেবারতি গুহ, সম্পাদনা : রিয়াজুল ইসলাম