1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আজ টাই পরে বের হবেন না, কেটে নেবে, বিনিময়ে চুমু

১১ ফেব্রুয়ারি ২০১০

সাবধান! আজ কিন্তু টাই পরে জার্মানির রাস্তায় বেরুবেন না৷ নারীদের পূর্ণ স্বাধীনতার অনুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে কার্নেভাল উৎসবের প্রথম দিন৷ তাই দস্যি সব মেয়েদের পকেটে থাকছে কাঁচি৷

https://p.dw.com/p/LyTj
ছবি: AP

যদি কোন ছেলে আজ গলায় টাই ঝুলিয়ে ঘুরে বেড়ায় তো রক্ষে নেই৷ কচাৎ করে টাইয়ের অর্ধেকটা শেষ! টাই কেটে ফেলেছে বলে দু:খ করার কিছু নেই৷ কারণ, উপহার হিসাবে আছে একটি প্রগাঢ় চুম্বন! উৎসবের প্রথমদিনের মজা এটি৷

আজ থেকে শুরু হচ্ছে জার্মানির সবচেয়ে বড় উৎসব কার্নেভালের৷ সকালে হাজার হাজার নারী পুরুষ শিশু নেমে যাবে রাস্তায়৷ নানা রঙের কাপড় পড়ে, মুখোশ পরে ঘুরে বেড়ানো, গান গাওয়া, নাচ সব করে তোলে এই সময়টি দারুন উপভোগ্য৷ কিম্ভুতকিমাকার সব পোশাক, মূলত নিজেরাই তৈরি করেন৷

Karneval Weiberfastnacht in Düsseldorf
ছবি: AP

উৎসবের প্রথম এই দিনটিকে বলা হয় ভাইবারফেস্টনাখট৷ এদিনে মেয়েরা প্রচন্ড ক্ষমতার অধিকারী৷ সেই ক্ষমতা তিনি ইচ্ছেমত ব্যবহার করতে পারেন৷ না, তাদের কোন কাজে কেউ দেবে না কোন বাধা৷ খুবই সহজ সরল কিন্তু অসম্ভব আনন্দের একটি দিন৷ মেয়েরাই চালাবে মেয়র অফিস৷ কোন বাধা নেই৷

নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সবচেয়ে জনপ্রিয় কোলন এবং ডুসেলডর্ফ শহর৷ কার্নেভাল উপলক্ষে বিভিন্ন দোকানপাটে ইতিমধ্যেই বেশ ভালো বিক্রিবাট্টা হয়েছে৷ সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মুখোশ৷

কার্নেভাল মূলত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের ক্যাথলিক গোত্রের ধর্মীয় উৎসব৷ কিন্তু এখন জার্মানিতে তা আর নির্দিষ্ট কোন কিছুতে সীমাবদ্ধ নেই৷ সার্বজনীন উৎসব যাকে বলে৷

এবারের এই উৎসবকে কেন্দ্র করে প্রতিটি এলাকার পৌর কতৃপক্ষ আলাদা আলাদা দিনে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে৷ ক্লাবগুলোতেও নানা কর্মসূচী৷ সময়টিকে আনন্দে মাতিয়ে তোলার জন্য নানা চেষ্টা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার, সম্পাদনা: রিয়াজুল ইসলাম