1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওবামার স্বাস্থ্য সেবা সংস্কার নিয়ে ভোটাভুটি রবিবার

২১ মার্চ ২০১০

আর মাত্র কয়েক ঘণ্টা৷ এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম আলোচিত স্বাস্থ্য সেবা সংস্কার প্রস্তাবটির ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হবে৷ ডেমোক্রেটদের আশা, সংস্কার প্রস্তাবটি সবচেয়ে বড় বাধাটি পার হতে পারবে৷

https://p.dw.com/p/MYNY
ছবি: AP

ওবামার জন্য চ্যালেঞ্জ

গত এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে যে বিষয়টি নিয়ে সবেচেয়ে বেশি আলোচনা ও বিতর্ক হয়েছে তা হলো প্রেসিডেন্ট ওবামার প্রস্তাবিত স্বাস্থ্যসেবা সংস্কার বিল৷ প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যে এই বিলকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন৷ মার্কিন সিনেটে এই বিল পাশ হওয়ার পর এখন তাকে প্রতিনিধি পরিষদের বাধাটি পার হতে হবে৷ এবং বিরোধী রিপাবলিকানরা জানিয়ে দিয়েছে তারা যে কোনভাবে এই বিলকে ঠেকানোর চেষ্টা করবে৷ শনিবার ক্যাপিটল হিলে ডেমোক্রেট কংগ্রেসম্যানদের সামনে দেওয়া বক্তব্যে ওবামা এই সংস্কারের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানালেন৷ এই সংস্কারকে তিনি ইতিহাসের সবেচেয়ে কঠিন বিমা সংস্কার বলে উল্লেখ করেন৷ যথাযথ স্বাস্থ্য বিমা না থাকায় মধ্য ও নিম্নবিত্ত জনগণের যে ভোগান্তি তা নিজ দলের কংগ্রেসম্যানদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন ওবামা৷ এসময় তিনি বলেন, যদি আপনারা মনে করেন সাধারণ পরিবারগুলোর জন্য বর্তমান স্বাস্থ্য বিমা পদ্ধতি ঠিকভাবে কাজ করছে না, আমি যেসব কাহিনী শুনে এসেছি তা যদি আপনারা শুনে থাকেন তাহলে এই সমস্যা সমাধানে আমাদের সহায়তা করুন৷

Proetste gegen Gesundheitsreform in Washington
বিলের বিপক্ষে চলছে রিপাবলিকান সমর্থকদের প্রতিবাদছবি: picture alliance/dpa

প্রেসিডেন্ট ওবামা আরও বলেন, কেবল আমার জন্য কিংবা দলীয় এজেন্ডা হিসেবে নয় বরং মার্কিন জনগণের কথা চিন্তা করেই এই বিলকে সমর্থন দিন৷

যা আছে বিলটিতে

উল্লেখ্য, প্রস্তাবিত এই স্বাস্থ্য সেবা সংস্কার বিল পাশ হলে তিন কোটিরও বেশি মানুষ স্বাস্থ্য বিমার আওতায় আসবে৷ এছাড়া বেসরকারি স্বাস্থ্য বিমা কোম্পানিগুলো যাতে কারো বিমা অস্বীকার করতে না পারে সেজন্য এসব কোম্পানিগুলোর ওপর আরও নিয়ন্ত্রণ আরোপ করা হবে৷ তবে আজকের প্রতিনিধি পরিষদে এই বিল পাশ হলেই যে তা বাস্তবায়িত হয়ে যাবে এমনটি নয়৷ কারণ বিলটিতে কিছু পরিবর্তন আনা হয়েছে যেগুলো অনুমোদনের জন্য আবারও সিনেটের কাছে ফেরত যাবে৷

ভোটের রাজনীতি

প্রতিনিধি পরিষদের এই ভোটাভুটি কেবল স্বাস্থ্য সেবা নীতির জন্য নয়, মার্কিন রাজনীতিতে ডেমোক্রেট দলের জন্য একটি কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে৷ কারণ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে প্রতিনিধি পরিষদের নির্বাচন৷ এছাড়া একই সময় সিনেটের এক তৃতীয়াংশ আসনেও নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাই ভোটের রাজনীতির হাওয়া কোনদিকে যাবে সেটা অনেকটাই বোঝা যাবে ওবামার স্বাস্থ্য সেবা সংস্কার বিলের ওপর ভোটাভুটির পর৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই