1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়া

১০ জুলাই ২০১০

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ ব্যাপক হারে বেড়ে যাচ্ছে৷ ইতিমধ্যে পার্বত্য জেলা বান্দরবানে কয়েকজন শিশুর মৃত্যর খবর দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা৷

https://p.dw.com/p/OFn0
ছবি: picture-alliance /dpa

ম্যালেরিয়া পৃথিবীজুড়ে এখনো একটি ঘাতকরোগ হিসেবে পরিচিত৷ প্রতিবছর প্রায় ১০ লাখ লোক এ রোগে প্রাণ হারায়৷ আর ৮৫ ভাগ মৃত ব্যক্তিই হলো পাঁচ বছরের নিচের শিশু৷ এ রোগ যদিও আফ্রিকা মহাদেশের প্রধান রোগ, তবু এখনো এশিয়া ও ল্যাতিন আমেরিকার বড় অংশজুড়ে রয়েছে ম্যালেরিয়া৷

প্রাপ্ত সংবাদে জানা যাচ্ছে, পাহাড়ি এলাকায় জুমচাষের এই মৌসুমে গ্রামগুলোতে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ায় শত শত পরিবার সংকটে পড়েছে৷ মৌজা কিংবা গ্রামভিত্তিক বিশেষ মেডিকেল টিম পাঠানোর মাধ্যমে ম্যালেরিয়া রোগীদের চিকিৎসা প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন স্থানীয় নেতারা৷

শুক্রবার বিকেল পর্যন্ত কমপক্ষে ২০ জন ম্যালেরিয়া রোগী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে৷ প্রতিদিনই ম্যালেরিয়া আক্রান্ত নতুন নতুন রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হচ্ছেন৷

Malaria Welt Malaria Tag Kind Moskito Netz Flash-Galerie
ম্যালেরিয়া পৃথিবীজুড়ে এখনো একটি ঘাতকরোগ হিসেবে পরিচিত, বিশেষ করে আফ্রিকায়ছবি: picture-alliance/ dpa

রোয়াংছড়ি উপজেলা সদর ইউপি চেয়ারম্যান অংশৈমং মার্মা শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, উপজেলার বেংছড়ি, বড়শিলা পাড়া, অংজয়পাড়া, মংসারপাড়া, পুনর্বাসন পাড়াসহ ১২টি গ্রামে কমপক্ষে ৪শ ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে পড়েছে৷

জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ম্যালেরিয়া আক্রান্ত গ্রামসমুহে বিশেষ মেডিকেল টিম পাঠানোর প্রক্রিয়া চলছে৷

একটি পরিসংখ্যানে বলা হয়েছে, বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ৩৩.৬ শতাংশ মানুষ রয়েছে ম্যালেরিয়া ঝুঁকিতে৷ পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও বনাঞ্চল সহ সীমান্তবর্তী ১১টি জেলায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব এখনো পুরোপুরি দূর করা যায়নি৷ তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় নজরদারি বেড়েছে৷ এছাড়া কীটনাশক সিক্ত মশারি বিতরণ ও চিকিৎসা দিয়ে বর্তমানে অবস্থা অনেকটা আয়ত্বের মধ্যে এসেছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সাগর সরওয়ার