1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতিসংঘ বৈঠকে দারিদ্র বিমোচনে কঠোর সংগ্রামের প্রত্যয়

২৩ সেপ্টেম্বর ২০১০

বিশ্বের অনুন্নত জাতিগোষ্ঠীর উন্নয়নে দ্রুত পদক্ষেপের আহ্বান জানালেন ওবামা৷ অন্যদিকে, ৪০ বিলিয়ন মার্কিন ডলারের স্বাস্থ্য তহবিলের পরিকল্পনার কথা ঘোষণা করলেন বান কি-মুন৷ এমডিজি'র বৈঠক শেষে আপাতত প্রাপ্তি এটুকুই৷

https://p.dw.com/p/PK70
জাতিসংঘ সম্মেলনে বান কি-মুন এর সঙ্গে করমর্দন করছেন ওবামাছবি: ap

বৈঠকে প্রাপ্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য বা এমডিজি বিষয়ক তিনদিনের বৈঠক৷ ১৪০ দেশের প্রতিনিধিরা অংশ নেন সেখানে৷ বৈঠকে মূলত আলোচনা হয় ২০১৫ সালের মধ্যে এমডিজি বাস্তবায়ন নিয়ে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, এমডিজি বাস্তবায়নে ভাবনাচিন্তার পর উদার নীতি প্রণয়নে জোর দেন৷ সেই সঙ্গে মার্কিন বিদেশ নীতিতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার বিষয়টি সবার উপরে জায়গা দেওয়া হচ্ছে বলে জানান৷ তবে ২০০০ সালে যে এমডিজি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তা বাস্তবায়নে ধীরগতির কথা স্বীকার করেন ওবামা৷ তিনি বলেন, পরিস্থিতির উন্নয়ন দ্রুততর হয়নি৷ প্রসবকালে হাজার হাজার মায়ের মৃত্যু ঠেকানো যায়নি৷ আটকানো যায়নি অপুষ্টির শিকার লাখ লাখ শিশুর মৃত্যুও৷

MDG Flash-Galerie
শিশুমৃত্যুর হার কমাতে চান বিশ্বনেতারাছবি: UN Millenniumkampagne Deutschland

মার্কিন বিদেশ নীতিতে পরিবর্তন

ওবামা মূলত বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বিদেশ নীতির কথা৷ যেসব উন্নয়নশীল দেশ নিজেদের উন্নতিতে কাজ করছে, বিশেষ করে গণতান্ত্রিক পথে রয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদেরকেই সহায়তা দেবে যুক্তরাষ্ট্র৷ ওবামা বলেন, বছরের পর বছর ধরে লাখ লাখ মানুষ খাদ্য সহায়তার ওপর নির্ভরশীল হয়ে আছে৷ এটা কোন উন্নয়ন না, এটা নির্ভরশীলতা৷ তাই এই ধারা ভাঙতে হবে৷

বান কি-মুনের স্বাস্থ্য তহবিল

নারী এবং শিশুস্বাস্থ্য রক্ষায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন৷ উন্নয়নশীল দেশগুলোতে শিশুমৃত্যু এবং প্রসবকালীন মাতৃস্বাস্থ্য রক্ষায় এই অর্থ ব্যয় করা হবে৷ এই প্রক্রিয়ায় ২০১৫ সালের মধ্যে এক কোটি ষাট লাখ নারী ও শিশুকে বাঁচানো সম্ভব হবে৷

উল্লেখ্য উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা এমডিজি বাস্তবায়নে উন্নত দেশগুলো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বলে অভিযোগ তুলেছে৷ দাতাসংস্থাগুলোর দাবি, এমডিজির শেষ পাঁচ বছরে এসেও লাখ লাখ দরিদ্র মানুষের অনাকাঙ্খিত মৃত্যু ঠেকানো যাচ্ছেনা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য