1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলৎসহাইমার থেকেও বাঁচাতে পারে ডায়াবেটিসের ওষুধ

১৫ ডিসেম্বর ২০১০

টাইপ টু ডায়াবেটিস রোগের জন্য যে ওষুধ সেবন করা হয় তা আলৎসহাইমার রোগের জন্যও উপকারী৷ নতুন এক গবেষণার ফলাফল থেকে চিকিৎসা বিজ্ঞানীরা জানালেন এমন আশার খবর৷

https://p.dw.com/p/QZGo
ফাইল ফটোছবি: AP/RBM ONLINE/LIFE SCIENCE CENTER

আলৎসহাইমার রোগ থেকে মুক্তি পাওয়ার উপায় এখন পর্যন্ত খুব অল্পই জানা গেছে৷ তাই বেশ কিছুদিন থেকেই এনিয়ে বেশ চিন্তার মধ্যে ছিলেন চিকিৎসা বিজ্ঞানীরা৷ তবে এবার ডায়াবেটিসের চিকিৎসার সাথে জটিল রোগ আলৎসহাইমারের একটা সম্পর্ক খুঁজে পেলেন গবেষকরা৷ গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে জার্মান সেন্টার ফর নিউরোডিজেনারেটিভ ডিজিজেস, ডান্ডি বিশ্ববিদ্যালয় এবং মাক্স-প্লাঙ্ক ইন্সটিটিউট অফ মোলিকিউলার জেনেটিক্স৷ গবেষণায় নেতৃত্ব দেন জার্মান সেন্টারের বিজ্ঞানী জিবিলে ক্রাউস৷

সাধারণত বয়স্ক মানুষদের আলৎসহাইমার হতে দেখা যায়৷ তাদের মস্তিষ্কের স্নায়ুকোষ মরে যায়৷ ফলে ঘটে স্মৃতিভ্রংশ৷ ক্রমশ হারিয়ে যায় নানা স্মৃতি৷ মানুষ তখন চলে যায় এক অচেনা জগতে৷ এই রোগের সাথে জড়িয়ে রয়েছে টাউ নামের এক সূক্ষ্ম অণু৷ এটি স্নায়ুকোষগুলোর মধ্যে চেতনা বা সংকেত পরিবহণে ভূমিকা রাখে৷ তবে আলৎসহাইমার রোগের ক্ষেত্রে অন্যান্য লক্ষণের পাশাপাশি স্নায়ুকোষগুলোতে বেশি পরিমাণে টাউ নামের এই প্রোটিন জমা হতে দেখা যায়৷ ফসফেট গ্রুপের সাথে খুব শক্তভাবে আঁকড়ে থাকে টাউ৷

আলৎসহাইমার ঠেকাতে গবেষকরা পিপিটুএ নামের প্রোটিন নিয়ে কাজ করেছেন৷ এই প্রোটিন সাধারণত টাউ প্রোটিন থেকে ফসফেট গ্রুপকে আলাদা করতে সহায়ক৷ আলঝাইমার রোগীদের ক্ষেত্রে দেখা যায়, পিপিটুএ তেমন সক্রিয় থাকে না৷ ক্রাউসের নেতৃত্বে গবেষকরা এমন একটি ওষুধ খুঁজছিলেন যা পিপিটুএ-র সক্রিয়তা বাড়াতে পারে৷ কিন্তু বাজারে এখন পর্যন্ত পিপিটুএ-র কর্মক্ষমতা বাড়ানোর জন্য কোন ওষুধ নেই৷ তবে শেষ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পেরেছেন যে, ডায়াবেটিসের জন্য ব্যবহৃত মেটফরমিন এই পিপিটুএ-র উপর ইতিবাচক প্রভাব ফেলছে৷

তবে এখন পর্যন্ত মেটফরমিনের এই প্রভাব সম্পর্কে ইঁদুরের উপর পরীক্ষা চালানো হয়েছে৷ পরের ধাপে বিজ্ঞানীরা মানুষের দেহে এনিয়ে পরীক্ষা চালাবেন৷ তাতে যদি দেখা যায় যে, পিপিটুএ প্রোটিনের উপর মেটফরমিনের ক্রিয়া একইরকম থাকছে, তাহলেই নিশ্চিত হবে আলৎসহাইমার থেকে বাঁচার একটি সহজ উপায়৷ আর তা কাজ করবে একইসাথে ডায়াবেটিস এবং আলৎসহাইমার - দু'টি রোগের জন্যই৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক