1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যবাংলাদেশ

ট্রেইনি-ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

২৮ মার্চ ২০২৪

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি প্রত্যাহার করেছেন বাংলাদেশের গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকেরা৷ বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরতরা৷

https://p.dw.com/p/4eEd9
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মূল ভবন
চার দাবিতে বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করেন গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকেরাছবি: DW

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সভা শেষে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টর্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাবির হোসেন বলেন, ‘‘আমাদের ভাতা বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানানো হবে এবং ভাতা বাড়বে এই নিশ্চয়তা স্যার (স্বাস্থ্যমন্ত্রী)  দিয়েছেন৷ এরই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করছি৷’’

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি৷ প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়ভাবে আমার কথাগুলো শুনেছেন৷ ...আমি ওনাকে কাগজপত্র দিয়ে এসেছি৷ উনি আমাকে বলেছেন আমি এগুলো করে দেবো, ওরা কাজে যোগ দিক৷ পর্যায়ক্রমে ওদের যা দাবি, বেতন বৃদ্ধি ইমেডিয়েট যেটা সেটা আগে করি তারপর আবার করবো৷’’

এর আগে চার দাবিতে বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো সারাদেশে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকেরা৷ তাদের দাবিগুলোর অন্যতম হলো-ভাতা বাড়ানো, বকেয়া ভাতা পরিশোধ৷ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকশত ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক৷ সেখানে উপস্থিত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এফসিপিএস ট্রেনিংয়ে কর্মরত চিকিৎসক ডা. রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘‘আমাদের ছয় মাস পরপর সরকার নির্ধারিত ভাতা দেওয়ার কথা, তা সত্ত্বেও গত নয় মাস ধরে আমাদের কোনো ভাতা দেওয়া হয়নি৷ তাছাড়া, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণ, বিএসএমএমইউর অধীনে ১২টি প্রাইভেট ইনস্টিটিউটের আবাসিক ও অনাবাসিক চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করা এবং চিকিৎসক সুরক্ষা আইন ও চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণের দাবিতে আমরা আন্দোলন করে যাচ্ছি৷''

আপাতত কর্মবিরতি থেকে সরে আসলেও এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে এক মাস পর আবারও কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা৷

এফএস/এসিবি    

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য