1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকায় সেতু থেকে বাস নিচে, মৃত ৪৫

২৯ মার্চ ২০২৪

সাউথ আফ্রিকার লিমপোপোতে বাস সেতুর নিচে পড়ে যাওয়ায় ৪৫ জনের মৃত্যু হয়েছে।

https://p.dw.com/p/4eF4W

বাসটিতে করে বতসোয়ানা থেকে উপাসকরা আসছিলেন। সেই বাসটি একটি সেতু থেকে উল্টে নিচে পড়ে যায়। এর ফলে ৪৫ জন মারা যান। একমাত্র একটি আট বছরের মেয়ে  বেঁচে গেছে। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাউথ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে অভিয়োগ। বাসটি প্রথমে সেতুতে ধাক্কা মারে, তারপর নিচের খাদে পড়ে যায় এবং তাতে আগুন ধরে যায়।

বাসের যাত্রীরা মোরিয়াতে ইস্টার সপ্তাহান্তে চার্চ সার্ভিসের জন্য যাচ্ছিলেন। মারকেন ও মোকোপেন শহরের মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

পরিবহনমন্ত্রী চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে যান এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে বলে জানান।

বৃহস্পতিবার রাত পর্যন্ত উদ্ধারের কাজ চলে। কিছু দেহ এতটাই পুড়ে গেছে যে, তা চেনা যাচ্ছে না। অন্য দেহগুলি ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিল বা আশপাশে ছড়িয়ে পড়েছিল।

সাউথ আফ্রিকার রাস্তার হাল

সাউথ আফ্রিকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কিন্তু সেখানে প্রায়ই দুর্ঘটনা হয়। ফলে সড়ক নিরাপত্তার দিক থেকে তা একেবারেই ভালো জায়গায় নেই।

গতবছর ইস্টারের সময় দীর্ঘ সপ্তাহান্তে চারদিনে ২২৫ জন মারা গেছিলেন। ১৮৫টি দুর্ঘটনা হয়েছিল।

এই দুর্ঘটনার কয়েকঘণ্টা আগেই প্রেসিডেন্ট রামাফোসা সবাইকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ইস্টার সপ্তাহান্তে যাতায়াতের সময় তারা যেন সতর্ক থাকেন।

জিএঅইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)